ঘাটালের পথসভাতে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতৃত্ব ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন তিনি বলেন সন্দেশখালি জ্বলছে।
মাতৃ শক্তি অর্থাৎ মা বোনেদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে তা ভাবা যায় না।
আমাকে ওখানে যাওয়ার সময়ে বাধা দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও আমি গিয়েছি।
এই দিন ঘাটালের বরদা রানিরবাজার থেকে ঘাটাল পর্যন্ত মিছিল করলেন শুভেন্দু অধিকারী।
ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ও চলচ্চিত্র অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় তথা হিরণ।
এছাড়াও ছিলেন ঘাটাল বিধানসভার বিজেপি র বিধায়ক শীতল কপাট, তন্ময় দাস, হাসি হালদার সহ অন্যান্য জেলা নেতৃত্ব।।
শুভেন্দু বলেন, ঘাটালের তৃণমূলের সংসদ দেব কে এবার বাই বাই জানাতে হবে। এবার হিরনকে চাই।
ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব কে ডুমুরের ফুল বলে তিনি কটাক্ষ করেন।
শুভেন্দু বলেন, বন্যায় জল চলে যাওয়ার পরে তিনি ঘাটালে আসেন, এরপরে আর তোমার দেখা নাই রে তোমার দেখা নাই।
রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন,বন্যার জলে নয় ডাঙ্গায় দাঁড়িয়ে বলেন খিচ মেরি ফটো।
কাট মানিতে দেব যুক্ত আছেন বলে শুভেন্দু র অভিযোগ।
ঘাটালে রেললাইন চালুর বিষয়ে তিনি রাজ্য সরকারের প্রতি দোষারোপ করে বলেন ৬১ টি প্রকল্পর মধ্যে ঘাটাল, ইড়পালা,পাঁশকুড়া রেল প্রকল্প থাকলেও রাজ্য সরকারের তরফে জমি অধিগ্রহণের চেষ্টা দেখা যায়নি।
ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করার বিষয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী আরামবাগের জনসভায় বলে দিলেন মাস্টার প্ল্যান হবে, রাজ্য সরকার নাকি দেবে।
টাকা তো আমার আপনার ট্যাক্সের টাকা।
মাস্টার প্ল্যানের জন্য যে জমি অধিগ্রহণ প্রয়োজন রাজ্য সরকার করে নি বলে শুভেন্দুর অভিযোগ।
তিনি বলেন, লোকসভা নির্বাচনের পর নরেন্দ্র মোদিই প্রধানমন্ত্রী হবেন।
বাকিরা যারা স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী হওয়ার তাদের তিনি গরুর গাড়ির হেডলাইট বলে সমালোচনা করেন।