বার্ষিক অনুষ্ঠানে প্রাথমিক স্কুলে খাদ্য উৎসব

আমার ঘাটাল

রকমারি পুলিপিঠে, কেক, সিঙ্গাড়া, মাছের পাকোড়া চাওমিন সহ বিভিন্ন জিভে জল আনা খাবার সাজিয়ে খাদ্য উৎসবে হাজির খুদেরা। গম্ভীনগর শীতলা প্রাথমিক বিদ্যালয় এর ফুড ফেস্টিভ্যাল খাদ্য উৎসব হল।
খাদ্য উৎসব সাধারণত হাইস্কুলে হয়, প্রাথমিক স্কুলে খাদ্য উৎসব এই প্রথম।
খাদ্য উৎসব উদ্বোধন করেন ঘাটাল মহাকুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস।
তিনি এই উদ্যোগের প্রশংসা করেন।
এই দিন মহকুমা শাসক ওই স্কুলে চরৈবেতি দেয়াল পত্রিকার উদ্বোধন করেন।
এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা প্রকাশ পাবে বলে তিনি বলেন।
অনুষ্ঠানে ছিলেন ঘাটাল চক্রের এসআই অফ স্কুলস সৌমেন দে, ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ দাস এবং শিক্ষিকা রুমা পাল দাস।
খাদ্য উৎসবে ক্ষুদে পড়ুয়াদের কাছ থেকে অনেকে খাবার কেনেন।
খাবার খেয়ে প্রশংসা করেন।
এদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী হয় এবং স্কুল ছাত্র ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করে।

Ghatal News