মেদিনীপুরে কয়েকশো প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

রাজ্য

*আজ (মঙ্গলবার) মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস।*

ভোটের আগে জেলায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!সার্কিট হাউসে রাত্রি যাপন করার পর মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে সরকারী পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন হবে একাধিক প্রকল্পর।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের সরকারী পরিষেবা এরমধ্যে প্রায় ১২৭টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। প্রকল্পগুলি রূপায়ন করতে খরচ হয়েছ প্রায় ৩৫৫ কোটি ১৩ লক্ষ টাকা। অন্যদিকে ১৩৯টি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। এরজন্য ব্যয় হতে পারে প্রায় ১৭২০মেদিকোটি টাকা। এমকেডিএ- র ৬টি প্রকল্পের শিলান্যাস হতে পারে। বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি প্রকল্পের শিলান্যাস হতে পারে। প্রকল্পটি হল, ঘাটালের আলমগঞ্জে পাম্প হাউস নির্মাণ। কয়েকটি স্কুল হস্টেলের উদ্বোধন হতে পারে। মেদিনীপুরে ‘ওয়াচ টাওয়ার’ তৈরি করেছে এমকেডিএ, এটির উদ্বোধন হতে পারে। দাঁতনের এ.সি.জে.এম কোর্ট ভবনের উদ্বোধন হতে পারে। সবংয়ের রুইনানের মাদুর হাব, পিংলার ডাংরা সেতুর উদ্বোধন হতে পারে। কয়েকটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

Ghatal News