বাংলা গ্যারান্টি দিলে রক্ষা হয়, দিল্লি গ্যারান্টি দিলে বর্জন করে

রাজ্য

“বাংলা গ্যারান্টি দিলে রক্ষা হয় দিল্লি গ্যারান্টি দিলে বর্জন করে।” – মমতা।

এবার মোদি গ্যারান্টির পাল্টা হিসেবে মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে পাল্টা স্লোগান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। এদিনের সবার থেকে মুখ্যমন্ত্রী বলেন বাংলা গ্যারান্টি দিলে রক্ষা করে আর দিল্লি গ্যারান্টি বর্জন করে।
এদিনের প্রশাসনিক সভা থেকে ফের দিল্লির বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী।
দিল্লি ১০০ দিনের কাজা কাজের টাকা আটকে রেখেছে বাংলা দিয়েছে।
বাংলা আবাস যোজনা টাকা আটকে রেখেছে এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করব মে মাস থেকে বাংলা সব মানুষকে টাকা দেবে বাংলা সরকার। দিল্লির কাছে ভিক্ষে চাইবো না।
এদিনের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ৩৭৪ প্রকল্পের উদ্বোধন ও ১১৯৩ প্রকল্পের শিলান্যাস করলেন। যার জন্য প্রায় কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Ghatal News