বিশ্ব রক্তদাতা দিবসে ঘাটালে রক্তদান মহকুমাশাসকের

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম

Wঘাটাল নিউজ ডেস্ক, ১৪ জুন: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রেডক্রস সোসাইটি ঘাটাল শাখার উদ্যোগে রক্তদান শিবির।
গ্রীষ্মকালীন রক্ত সংকট নতুন কিছু নয়। গ্রীষ্মকালে রক্তের চাহিদা বাড়ে তার তুলনায় জোগান কমে। তাই গ্রীষ্মকালে রক্তের সংকট মেটাতে
14 ই জুন মঙ্গলবার রেডক্রস সোসাইটি ঘাটাল শাখার উদ্যোগে রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হল ঘাটালের টাউনহলে। এই রক্তদান শিবিরে প্রথম রক্তদাতা হিসেবে রক্ত দান করেন ঘাটালের মহকুমাশাসক তথা রেডক্রস সোসাইটির সভাপতি সুমন বিশ্বাস।
তারপরে পর্যায়ক্রমে রক্তদাতারা রক্ত দান করেন। সমস্ত রক্তদাতাদের রেডক্রস সোসাইটি ঘাটাল শাখার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
ওই মঞ্চ থেকেই রেডক্রশ সোসাইটির সদস্য শুভঙ্কর মন্ডল বলেন, চার মাস অন্তর রক্ত দান করা উচিত। মানব শরীরের নতুন রক্ত তৈরি করতে হার্ট লিভার ভালো রাখতে রক্তদান করা উচিত।
রেডক্রস সোসাইটি ঘাটাল শাখার সম্পাদক নারায়ন ভাই বলেন, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রেডক্রস সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।এছাড়াও বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে

Ghatal News