ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে রেকর্ড রক্তদান ৬২৬

আমার ঘাটাল

ঘাটাল নিউজ ডেস্ক , ১৬ জুনঃ

ঘাটাল কলেজের উদ্যোগে রক্তদান শিবির পরিণত হল রক্তদান উৎসবে।
৫০০ জন রক্তদাতার লক্ষ্যমাত্রা টপকে রক্ত দিলেন ৬২৬ জন। এদের মধ্যে মহিলা রক্তদাতা ১৫১ জন।
বলা যেতে পারে রক্তদান উৎসব ঘিরে উচ্ছ্বাস সৃষ্টি হয়।
ভ্যাপসা গরমের মধ্যে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে ,অপেক্ষা করেছেন, ঘাটাল কলেজের বর্তমান ছাত্র-ছাত্রী ,প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ সাধারন মানুষ যাদের ফোঁটা ফোঁটা রক্তে বাঁচবে একজন মুমূর্ষুর জীবন।
রক্তদান শিবির না বলে প্রথম থেকেই কলেজ কর্তৃপক্ষ প্রচার করেছিলেন রক্তদান উৎসব শিরোনাম দিয়ে।
শিরোনাম সার্থক বলে অভিহিত করেছেন সাধারণ মানুষ।
রক্তদান শিবিরে ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, কলেজ অধ্যক্ষ ডঃ মন্টু কুমার দাস, বিধায়ক অজিত মাইতি, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্না , সহ সভাপতি দিলীপ মাজি, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যাম পদ পাত্র, দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশিষ হুদাইত, সাংসদ প্রতিনিধি রাম পদ মান্না, ঘাটাল কলেজের গভর্নিংবডির সদস্য  শিক্ষক গৌরী শংকর বাগ,সুুশান্ত মন্ডল এছাড়া সৌমিত্র  সিংহ রায় ,কৌশিক কুলভী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তীব্র গরমের মধ্যে লাইনে অপেক্ষমান রক্তদাতাদের উৎসাহ দেন মহকুমা শাসক সুমন বিশ্বাস।
বিধায়ক অজিত মাইতি বলেন, রক্তদান শিবির উৎসবে পরিণত হয়েছে। বিদেশে রক্তদান শিবির হয় না মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন ঠিক সেই ছবি দেখা যাক দেখা গেল এখানে।
কলেজ অধ্যক্ষ ডঃ মন্টু কুমার দাস বলেন, আমরা এক মাস প্রচার করেছি রক্তদান উৎসবের জন্য। ঘাটাল বরাবরই রক্তদানে এগিয়ে। এই রক্তদান শিবির রক্তদান উৎসবে পরিণত হয়েছে।

Ghatal News