৩৬৫০ দিন ধরে মিথ্যা কথা বলেছেন এর জবাব দিতে হবে:হীরন

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

এই গরমের মধ্যেও আমরা প্রচার করছি পায় পায়ে হেঁটে চলেছি ঈশ্বরের আশীর্বাদে।।
মানুষের প্রচুর উৎসাহ এভাবেই আমরা এগিয়ে যাব।
ঘাটাল পুরসভায় প্রচারে এসে বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তথা হিরণ।
এদিন তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ দেবে র সমালোচনা করে বলেন, দশ বছর সাংসদ থাকাকালীনও তিনি মাস্টারপ্ল্যান করতে পারেন নি আবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি মাস্টার প্ল্যান করবেন।।
২০১৪ এবং ২০১৯ সালে নির্বাচনে মাস্টার প্ল্যান করার প্রতিশ্রুতি দিয়ে জেতার পরে তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন আর আসেননি।
৩৬৫০ দিন ধরে যিনি মিথ্যা কথা বলেন তাকে কি বিশ্বাস করা যায় জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন হিরন।
তিনি বলেন বন্যার ফলে এখনকার মানুষ বাড়িঘর ছাড়া হয়ে যান।
কেউ মাচা করে থাকেন। এখনো পর্যন্ত অনেকেই বাড়ি পাননি ত্রিপল টাঙিয়ে থাকেন। মোদিজীর সুশাসন যেদিন প্রতিষ্ঠা হবে, সেদিন এই অবস্থা দূর হবে বলে হিরন বলেন।।
হিরণ দেবকে মিথ্যাবাদী অভিনেতা বলে কটাক্ষ করে বলেন, এই সরকার ডুবে গেছে ।শিক্ষামন্ত্রী জেলে, বহু নেতা জেলে, উনিও হয়তো গরু চুরির কেসে ভোটের পর জেলে যেতে পারেন।
২৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল সম্বন্ধে তিনি বলেন এর থেকে ভয়ঙ্করতম ঘটনা ভারতবর্ষে আর হয় না।
ওই শিক্ষকদের সংসার ভেসে গেল এবং এর জন্য দায়ী রাজ্য সরকার।

Ghatal News