রাস্তায় নয়, মাঠে গিয়ে কৃষকদের জল খাওয়ালেন বিধায়ক

আমার ঘাটাল

তীব্র গরম এবং তাপপ্রবাহের মধ্যে মানুষের হাঁসফাঁস অবস্থা।
খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বাধ্য হন রোদের মধ্যে কাজ করতে।
ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট ঘাটালের বিভিন্ন মাঠে কর্মরত কৃষকদের গরমে জল দান করছেন,৷ আজ রবিবার ঘাটাল এর 4 নম্বর অঞ্চল টুঙ্গীর ঘাট বলরামপুরে কৃষকদের জলদান করলেন এবং বললেন সকাল সকাল কাজ করে নিতে, প্রয়োজনে বিকেলেও কাজ করতে।।
তিনি বলেন, কৃষক আমাদের ভগবান, অন্নদাতা। তারা কষ্ট করে ফসল ফলান। কিন্তু ফসলের ন্যায্য দাম পান না তারা।
শীতল বাবু বলেন আমরা মাঠে কর্মরত কৃষকদের বলেছি সকাল সকাল কাজ শুরু করতে দশটার মধ্যে কাজ শেষ করতে। এই গরমে কৃষকদের শরীর যাতে সুস্থ থাকে সেই কথা বলেছি।
আমরা কৃষকদের জল দান করেছি।

Ghatal News