দেওয়ানচকে বন্যা দূর্গত মানুষদের হাতে ত্রাণসামগ্রী দেওয়া হলো

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক , ৭ অক্টোবর : ঘাটাল ব্লকের বিভিন্ন এলাকার বন্যা কবলিত মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হলো।
কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে মানুষজনের প্রচুর ক্ষতি হয়েছে।
রাজ্য সরকারের সহযোগিতায় বৃহস্পতিবার ঘাটালের দেওয়ানচক ১গ্রাম পঞ্চায়েত এবং দেওয়ানচক ২গ্রাম পঞ্চায়েতের বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এইদিন প্রায়. ১০০ জনের হাতে তুলে দেওয়া হয় ত্রানসামগ্রী।
উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমাশাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রট সুলক প্রামানিক, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, কর্মাধ্যক্ষ বিকাশ কর, সুশান্ত মন্ডল, হাবিবুর রহমান,দেওয়ান চক ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান করুনা সেনী, উপপ্রধান প্রশান্ত বাইরী সহ অন্যান্যরা।
ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি বলেন, অনেক মানুষ বাকি থেকে গেছেন, অনেকের অনেক চাহিদা থাকতে পারে,সবটা পূরন করার সম্ভব না, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।

Ghatal News