দূর্গা পূজো কমিটি গুলিকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক ,৭ অক্টোবর: করোনা পরিস্থিতির জন্য এই বছরেও পুজো কমিটিগুলিকে, হাইকোর্টের নির্দেশে বিধি নিষেধ মেনে চলতে হবে।
এই বিষয়ে , বৃহস্পতিবার বিকেলে ঘাটাল থানার পূজা কমিটি গুলিকে নিয়ে ঘাটাল টাউন হলে পুলিশ প্রশাসন মিটিং করলো।
এই মিটিংয়ে পুজো কমিটিগুলিকে করোণা পরিস্থিতিতে কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হলো।
বড় এবং ছোট মণ্ডপে পুরোহিত ,ঢাকি , পুজো কমিটির লোকজন সহ কত জন প্রবেশ করতে পারবেন সেই নির্দেশিকা বলা হয়।ছোট মন্ডপে ১৫ জন বড় মন্ডপে ৪৫ জন কিন্তু যারা মন্ডপে থাকবেন তাদের মাস্ক ও ডবল ভ্যাকসিন থাকতে হবে।
এছাড়াও পুজো কমিটি গুলিকে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেই বিষয়েও বলা হয়।
এদিন ঘাটাল থানার অন্তর্গত ১১৪ টি পুজো কমিটিকে ৫০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।
মিটিংয়ে ছিলে ন ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, সি আই দেবাশিস ঘোষ, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক,
ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্না ,সহ সভাপতি দিলীপ মাজি, কর্মাধ্যক্ষ বিকাশ কর, সুশান্ত মন্ডল, ঘাটাল পুরসভার প্রশাসক, খড়ার পুর সভার প্রশাসক অরূপ রায়, তুহীন বেরা সহ অন্যান্যরা।

Ghatal News