প্রচারে ঝড় তুললেন ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী তথা দেব ঘাটালে রোড শো র মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন।

ঘাটাল মহকুমার দাসপুর থানার অন্তর্গত রসিকগঞ্জে, বিধ্বংসী অগ্নিকাণ্ডে ধুপ ফ্যাক্টরির, কাজ হারানো শ্রমিক ও তাদের পরিবারের সাথে তিনি কথা বলেন।
দেব এলাকায় আসছে শুনে শ্রমিক এবং শ্রমিকদের পরিবারের লোকজন আসতে শুরু করেন।

ভিড়ের মধ্যে তিনি হাতে চোট পান। মানুষ তার কাছে এসে তাদের কথা জানাতে চায় বলে তিনি বলেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন,
দেশে যখন চাকরির এই অবস্থা তখন এতগুলো মানুষ কাজ হারালেন। আমি খবর পাওয়ার পর দিদির সাথে আলোচনা করেছি।
যারা ওই ফ্যাক্টরির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তারা আড়াই হাজার টাকা করে মাসে পাবেন।
যতদিন না ফ্যাক্টরি চালু হচ্ছে তারা এই সহায়তা পাবেন। আগামী ছয় মাসের মধ্যে যাতে ফ্যাক্টরি চালু হয় সেটা দেখা হবে।
আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে।
তিনি প্রশাসনের সাথে মিটিং করবেন বলে জানান।
দমকল দেরিতে পৌঁছানোর অভিযোগ নিয়ে দেব বলেন, আমি দমকল মন্ত্রীর সাথে কথা বলেছি।
খবর পাওয়ার আধঘন্টা পরে দমকলের ইঞ্জিন রওনা দেয়। এটাকে নিয়ে রাজনীতির মানে নেই।
মানুষ কিভাবে ভালো থাকবে সেটা সবার প্রথমে দেখতে হবে।
অগ্নিকাণ্ডর ঘটনাস্থলে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তথা হিরনের যাওয়া এবং দেব সম্বন্ধে কটাক্ষ করা নিয়ে তিনি প্রশ্ন করেন, হিরণ ওখানে গিয়ে কি করেছে?
আমার বিরুদ্ধে কিছু উচ্চবাচ্য কথা বলেছে। কেন্দ্রীয় সরকার তো ওদের। তিনি তো বলতে পারতেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু সহায়তা করা হবে। তিনি তা করেন নি। রাজ্য সরকারের সীমিত আর্থিক ক্ষমতা।
রাজনীতি এখন এমন পর্যায়ে গেছে যে না দেখে শুনে, না জেনে চোর তকমাটা দিয়ে দেবো।
আমি বিগত ১০ বছরে এমন কোনো কথা বলিনি যে বিরোধী দল বা তাদের কর্মীদের কেউ ছোটো হবে।

মিঠুন চক্রবর্তী নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হয়েছিল আমি তখন দলের বিরুদ্ধে কথা বলেছি।
দেবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তিনি বলেন, একটা কথা অনেকবার বিজেপি এবং হিরন বলেছে, দেব গরু চুরির কাট মানি র সাথে যুক্ত।
আমি হাসতে হাসতে ইডি অফিসে গেছি এবং বেরিয়েছি।
ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে তিনি বলেন,আমি জিতি বা হারি ঘাটাল মাস্টার প্ল্যান হবে।
তবে এই কাজ দীর্ঘমেয়াদী ব্যাপার নির্বাচনের পরে কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকার মাস্টার প্ল্যান এর জন্য অর্থ মঞ্জুর করেনি বলে তিনি বলেন।
জনপ্রতিনিধি কাজ হচ্ছে মানুষকে শান্তিতে রাখা।
ঘাটালের সাংসদ তথা দেবের সাথে প্রাক্তন বিধায়ক শংকর দলুই এর দ্বন্দ্ব র কথা নিয়ে তিনি বলেন,
আমার কর্মসূচিতে শংকরবাবু থাকবেন।
আমাদের দলের কর্মী এবং সংগঠন মজবুত।
দেব ঘটালে কম আসেন বিরোধীদের এই অভিযোগ সম্বন্ধে তিনি বলেন, একজন জনপ্রতিনিধির কাজ হল মানুষের পাশে থাকা।
এই প্রসঙ্গে তিনি কভিডের সময় ভিন রাজ্যে থাকা শ্রমিকদের আনানোর ব্যবস্থা নিয়ে তিনি কি কি করেছিলেন তা মনে করিয়ে দেন।
বন্যা সহ বিভিন্ন সময়ে তিনি কি কি কাজ করেছিলেন তাও তিনি বলেন।

এদিন তিনি ঘাটালে রোড শো করেন। রোড শো তে মানুষের ঢল নামে।

দলের নেতৃত্ব এবং কর্মীদের সাথে তিনি বৈঠক করেন।

Ghatal News