মানবিক মুখ দেখালেন ঘাটাল কৃষ্ণনগরের কিছু দিনমজুর,বাঁচালেন হনুমানের জীবন!

আমার ঘাটাল

ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক:গতকাল ঘাটাল আড়গোড়া সৎসঙ্গ হাইস্কুলের পিছনে দুপুরবেলা একটি হনুমান একটি পুকুরে পড়ে যায়।কিন্তু স্থানীয়রা কেও তাকে তোলার চেষ্টা করেননি। সারাদিন সে পুকুরে পড়ে থাকে।সন্ধ্যা নাগাদ ঘাটাল কৃষ্ণনগরের যুবকদের খবর দিলে তারা গিয়ে সেই হনুমানটিকে উদ্ধার করে আনে।স্বপন দাস,রঞ্জন মালিক,জিত মালিক,পাপাই দাস,চাঁদু দাস প্রায় ৬ -৭ জন গিয়ে তাকে উদ্ধার করে আনে।কিন্তু তারা কি করবে কিছু ভেবে না পেয়ে স্থানীয় এক পশু চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করান।কাল সারারাত তার সেবা করেন।আজ সকালে তারা স্থানীয় কাউন্সিলার কে বলেন বন দপ্তরে খবর দেওয়ার জন্য কিন্তু তিনি বলেন বনদপ্তরের ফোন নম্বর তার কাছে নেই।ফলে তারা নিজেরাই চিকিৎসা করান।তারপর এক স্থানীয় ব্যবসায়ী সংগ্রাম বসুর চোখে পড়লে সে নিজ উদ্যোগে বন দপ্তরে খবর দেন। দুপুর ১.৩০ নাগাদ বন দপ্তরের আধিকারিকরা এসে তাকে নিয়ে যান।এক দিনমজুর স্বপন দাস বলেন কাল যদি আমরা দুপুরে জনতে পারতাম তাহলে আমরা আগেই নিয়ে আসতাম।কিছুদিন আগে একটি হনুমান এখানে মারা গিয়েছিল তার স্মৃতিতে আমরা এখানে একটি মন্দির করছি।এই হনুমানটিকে বাঁচাতে পারলে আমরা খুব খুশী হবো।কাল সারারাত ঝড় বৃষ্টির মধ্যেও আমারা ওকে আড়াল করে রেখেছিলাম।বনদপ্তর ওকে নিয়ে গিয়ে চিকিৎসা করলেই ও সুস্থ্য হয়ে উঠবে।কিন্তু যা কিছু করা হয়েছে তা আমরা নিজেরাই করেছি প্রশাসন কিছু করেনি।

Ghatal News

Leave a Reply