এনঅারএস কান্ডের প্রতিবাদে ঘাটালের ডাক্তার ও নার্সরা

আমার ঘাটাল

১৪ জুন :

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ডাক্তার নিগ্রহের ঘটনার প্রতিবাদে পথে নামল ডাক্তার ও নার্সরা। অাজ ঘাটাল সাবডিভিসন হাসপাতালের ডাক্তার ও নার্সরা হাসপাতাল থেকে হাতে প্লাকার্ড ও ব্যানার নিয়ে মহামিছিলে সামিল হল। ঘাটাল হাসপাতাল থেকে মৌন মিছিল করে কালো ব্যাজ পরে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে লিখিত অাকারে স্মারকলিপি জমা দেন ডাক্তার ও নার্সরা। এনঅার এস ঘটনার প্রতিবাদ ও সুস্থ পরিবেশ বজায় থাকার কথাও জানালেন এবং তারা রোগীদের পাশে অাছেন তার বার্তাও দিলেন। কর্মবিরতি না করেই প্রতিবাদে সামিল হয়েছেন তাও জানান ডাক্তাররা। সরকারী হাসপাতালের চিকিৎসকরা ছাড়াও বেসরকারি হাসপাতালের ও প্রাইভেট চিকিৎসকরাও সামিল হয়েছিলেন এই প্রতিবাদে। ঘাটাল হাসপাতালের ডাক্তার রাজা পাল বলেন, অামরা মহকুমাশাসককে স্মারকলিপি দিতে এসে একথাই বলেছি হাসপাতালে যেন সুস্থ পরিবেশ থাকে যাতে অামরা ভালভাবে পরিষেবা দিতে পারি। অামরা অন্যান্য কলেজের মত কর্মবিরতিতে যায়নি নিজেদের মত করে পরিষেবা দিয়ে অাসছি। সাধারন মানুষের যাতে কোন অসুবিধা না হয় তাঁর জন্যও অামরা পরিষেবা সচল রেখেছি। এনঅারএসের ডাক্তারকে মারধর ঘটনার তীব্র নিন্দা করছি। এরকম ঘটনা যাতে না ঘটে এবং ভাল ভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারও তাঁর জন্য সব ক্ষমতা প্রয়োগ করে হাসপাতালে সুস্থ পরিবেশ বজায় রাখার অাশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।

Ghatal News

Leave a Reply