প :মেদিনীপুরের জেলা কংগ্রেস নেতার তৃণমূলে যোগদান

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক,  24  ফেব্রুয়ারি :

জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুরের  কংগ্রেস নেতা সৌমেন খান আজ হুগলির চুঁচুড়া হয় মুখ্যমন্ত্রীর সভাতে জোড়া ফুলের পতাকা  তুলে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন l মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি জোড়া ফুলের পতাকা হাতে তুলে নেন। মঙ্গলবার রাত থেকেই জেলা শহর মেদিনীপুরে এ নিয়ে জল্পনা ছড়িয়েছিল। আজ সকালে সৌমেন বাবুর বিশ্বস্ত সূত্র মারফত জানা যায় জল্পনা সত্যি হতে চলেছে l পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি সৌমেন বাবু ছিলেন প্রয়াত সোমেন মিত্র  ঘনিষ্ঠ । সম্প্রতি তাঁর প্রয়াণের পর অধীর চৌধুরী পুনরায় প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। এরপরই ২০২০ র অক্টোবর মাসে জেলা কংগ্রেস সভাপতির পদ থেকে সৌমেন খানকে সরিয়ে নিয়ে আসা হয় অধীর ঘনিষ্ঠ নেতা সমীর রায়কে। সেই সময়ও সৌমেন বাবুর তৃণমূলে যাওয়ার জল্পনা ছড়িয়েছিল l                       মেদিনীপুর শহরের দীর্ঘদিনের কাউন্সিলর সৌমেন খানের মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার  বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় জানিয়েছেন, “আমরা শুনেছি। তবে কোনো প্রতিক্রিয়া দেবো না।” জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাইফুলও জানিয়েছেন, “গতকাল এই বিষয়ে আমরা কিছুটা নিশ্চিত হই। তবে এ নিয়ে আমাদের কিছু বলার নেই।” মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মৃগেন্দ্র নাথ মাইতির মৃত্যুর পর এই কেন্দ্রের প্রার্থী বাছাই নিয়ে সমস্যা তৈরি হয় বলে সূত্রের খবর l  এরপরেই  সৌমেন খানের তৃণমূল কংগ্রেসে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জেলা তৃণমূলের একটি অংশ l 

Ghatal News