বিপদে মানুষের পাশে থাকায় হল গর্বেরঃ দেব

মেদিনীপুর- ঝাড়গ্রাম

বিরোধীদের অভিযোগ পার্লামেন্টে দেবের উপস্থিতি কম।
বিরোধীদের এই অভিযোগের উত্তর দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী।
তিনি বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার অন্তর্গত চাঁইপাটে নির্বাচনী প্রচারে এসেছিলেন।
এদিন নায়ক বলেন, সংসদে উপস্থিতির চেয়েও সাধারণ মানুষের মধ্যে তার উপস্থিতির অনেক বেশি।
বন্যা কিংবা কোভিড সবেতেই তিনি বারবার ঘাটালে এসেছেন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা তিনি কিভাবে করেছিলেন সেই প্রসঙ্গ বলেন।
কোভিড এবং বন্যার সময় মানুষের পাশে থেকেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলে তিনি বলেন।

দেব বলেন ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্যই তিনি ফের লোকসভা ভোটে দাঁড়িয়েছেন।
মুখ্যমন্ত্রী তাকে কথা দিয়েছেন মাস্টার প্ল্যান ঘটালে হবেই।
তিনি বলেন রাজনীতি তিনি বোঝেন না। কোনোদিন তিনি বিরোধী দলের বা অন্য দলের নেতা বা কর্মীকে ছোট করে কথা বলেন নি। কারণ মানুষকে ছোট করে নিজে বড় হওয়া যায় না।
এদিন নায়কের অটোগ্রাফ নেওয়ার, ছবি তোলার হুড়োহুড়ি পড়ে যায়।
এই দিন নির্বাচনী প্রচারে এসে চাঁইপাট বাজারে জনগর্জন এর সূচনা হয়। এরপর তিনি রোড শো করেন এবং জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন।।

Ghatal News