ঘাটাল মাস্টার প্লান নামটাই বদলে গেছে দেব ও হীরণ জানেন না: অশোক সাঁতরা

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

ঘাটাল লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা হল।
এই লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী সিপিআই এর তপন গাঙ্গুলী।
এই বর্ষিয়ান নেতৃত্ব সিপিআই র রাজ্য কমিটির সদস্য এবং খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক।
গত লোকসভা নির্বাচনেও তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব এবং বিজেপি প্রার্থী হিরনের প্রচার রীতিমতো জমে উঠেছে।
প্রতিদিন রোড শো, পথসভা সহ বিভিন্ন মাধ্যমে জনসংযোগ করছেন ওই দুই প্রার্থী।
বামফ্রন্টের প্রার্থী বেশ দেরিতে ঘোষণা হওয়ার জন্য এখনো সেভাবে প্রচার জমে ওঠে নি। যদিও বামফ্রন্টের বেশ কিছু কর্মীসভা হয়েছে।
প্রার্থীর নাম ফাঁকা রেখে বামফ্রন্ট দেয়াল লিখন শুরু করেছে আগেই।
প্রার্থীর নাম ঘোষণার পরেই জোর কদমে দেয়াল লিখন শুরু হবে এবং প্রচার শুরু হবে বলে বামফ্রন্ট সূত্রে জানা গিয়েছে।
এই বিষয়ে সিপিআইএমের প্রবীণ নেতৃত্ব এবং জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সাঁতরা র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রার্থীর নাম দেরিতে ঘোষণা নিয়ে কোনো সমস্যা হবে না কারণ ইতিমধ্যেই আমাদের কর্মীরা মানুষের সাথে সারা বছর যেভাবে যোগাযোগ রাখেন এখনো সেই ভাবে যোগাযোগ রাখছেন।
তিনি বলেন, দেয়াল লিখন আগেই শুরু হয়েছে। এবারে লোকসভা ভোটের ইসু মাস্টার প্ল্যান নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, দশ বছর আগে মাস্টার প্ল্যান নামটাই বদলে গিয়ে হয়েছে ঘাটাল সেচ ও নিকাশি প্রকল্প। অর্থাৎ দেব এবং হিরন মাস্টার প্ল্যান নিয়ে যে বলছেন তারা জানেনই না যে মাস্টারপ্ল্যান নামটাই বদলে গিয়েছে।।
এটি রূপায়িত করার জন্য তিন হাজার একর জমি অধিগ্রহণ করতে হবে।
মাস্টার প্ল্যান রূপায়ন করা অত সহজ নয়।
বিজেপি এবং তৃণমূল মাস্টারপ্ল্যান নিয়ে ভোটের গিমিক করছে বলে অশোক বাবু বলেন।
ঘাটালে রেল চালু নিয়ে তিনি বলেন, ১৯৯৯ সালে এবং তৃণমূল ক্ষমতায় আসার পরে বড় বড় হোডিং এ লেখা হয়েছিল ঘাটালে রেললাইন প্রকল্প চালুর জন্য মমতা ব্যানার্জি কে ধন্যবাদ। তিনি প্রশ্ন করেন রেল কি চহয়েছে?
তিনি বলেন বামফ্রন্ট চমকে বিশ্বাসী নয়। দেব এবং হিরনের রোড শো তেভিড় হলেও আমরা লড়াই করব বিগত দিনগুলিতে ঘাটাল লোকসভা কেন্দ্রে কাজ কি হয়েছে?
১০বছরের দেব ৫০ কোটি টাকা পেয়েছেন। কাজ কি হয়েছে তা জবাব দিতে হবে মানুষকে।
চমক দিয়ে রাজনীতি হয় না বলে তিনি বলেন।

Ghatal News