ডাকাতির ঘটনায় পুলিশি তৎপরতায় চার ঘণ্টায় গ্রেফতার ৫

Uncategorized

পুলিশি তৎপরতায় চার ঘণ্টার মধ্যে পাঁচ সশস্ত্র দুষ্কৃতী গ্রেফতার!ধৃতদের কাছ থেকে উদ্ধার হলো অস্ত্রশস্ত্র এবং একাধিক মোবাইল

সোনা দোকানে ডাকাতি এবং শুট আউট কাণ্ডে চার ঘন্টার মধ্যেই সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের।অত্যন্ত তৎপরতার সাথে পাঁচ ডাকাত এবং তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র মোবাইলসহ উদ্ধার হল একাধিক আই কার্ড।এই ঘটনায় সাংবাদিক বৈঠক করে তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।প্রসঙ্গত এদিন রেল শহর খড়গপুরের গোলবাজার এলাকায় একটি সোনার দোকানে দোকান খোলার পরেই ৫ দুষ্কৃতি বন্দুক নিয়ে ঢুকে পড়ে। এরপর দোকানদারের সঙ্গে বাক-বিতন্ডায় তারা জড়িয়ে পড়ে এবং তাদেরই গুলিতে আক্রান্ত হয় দোকানের মালিক এবং এক সহকর্মী। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ঘটনার খবর পেয়ে সিসিটিভি ফুটেজ দেখেই তদন্তে নামে পুলিশ প্রশাসন। ঘন্টা চারেকের মধ্যেই তারা পাশের জেলা ঝাড়গ্রাম পুলিশ মিলে অভিযান চালায় এবং তাতেই অবশেষে গ্রেফতার করা হয় পাঁচ ডাকাত এবং তাদের ব্যবহৃত স্করপিও গাড়িটি। এই দিন তাদের নিয়েই সন্ধ্যেবেলায় এক সাংবাদিক দিক বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।তিনি সাংবাদিকদের বলেন এই ডাকাতরা সকলে বিহারের। তারা কয়েকদিন আগেই ব্লু প্রিন্ট তৈরি করে এই দোকানে চুরির।মূলত তারা পরিতক্ত রেল কোয়ার্টারে দুদিন ধরে আস্তানা গেড়ে রীতিমতো রেকি করার পর শুক্রবার সকালে অপারেশন চালায় এই দুষ্কৃতি দল। প্রথমে ক্রেতা সেজে দোকানে ঢুকে ঢাকাতে চেষ্টা।এরপর ডাকাতিতে বাধা পেয়ে রীতিমতো শুট আউট করে চম্পট দেওয়ার চেষ্টা। পরিকল্পনামাফিক সবটা করলেও পুলিশের সক্রিয়তায় মাত্র ৪ ঘন্টার মাথাতেই ধরা পড়ে যায় পাঁচ দুষ্কৃতি। গোপীবল্লভপুর থানার রানটুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুষ্কৃতিদের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি কার্তুজ,একটি ছুরি সহ একাধিক মোবাইল ফোন। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কিছু পরিচয় পত্র। গাড়ি ছেড়ে গা ঢাকা দিতে স্থানীয় মাঠের মধ্যে কাপড় খুলে বসে পড়ে দুষ্কৃতীরা।এরপর ড্রোন দিয়ে নজর চালায় পুলিশ। শেষমেশ ৫ অভিযুক্তকে গ্রেফতার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন ঝাড়গ্রাম পুলিশ ও ।

Ghatal News