সুদীপ্তা সাহার স্মৃতির উদ্দেশ্যে ঘাটাল অগ্রনী ক্লাবের রক্তদান শিবির

আমার ঘাটাল

ঘাটাল নিউজ ডেস্ক,  ২৬ সেপ্টেম্বর : মানবতার সেরা দান এসো করি রক্তদান। আপনার দান করা রক্ত একজন মুমূর্ষু ব্যক্তির জীবন দান করতে পারে।
আজ ২৬শে সেপ্টেম্বর রবিবার,ঘাটালের রাধারানী প্রাথমিক বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ঘাটাল অগ্রনী ক্লাবের পরিচালনায় ঘাটাল মহকুমা ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় মলয় সাহার স্ত্রী সুদীপ্তা সাহার স্মৃতির উদ্দেশ্যে এই শিবির আয়োজিত হয়।
এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটালের পৌর প্রশাসক বিভাস ঘোষ, ক্লাবের সভাপতি কল্পতরু রায়চৌধুরী। এছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি সমীর হাজরা, অসীম দাস, দিশারী দাস, অরুপ মাঝি, শৈবাল হড়, প্রদীপ বেরা সহ অন্যান্যরা।
ক্লাবের সদস্যরা জানান,প্রত্যেক বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তের অভাবে ঘাটাল মহকুমায় মুমূর্ষু রোগীদের প্রাণ যাতে না যায় তাই এই শিবির।
অনেক রক্তদাতাই এই শিবিরে রক্তদান করতে এগিয়ে এসেছেন বলে তারা জানান।দুপুর ১২টা নাগাদ ১০জন মহিলা সহ প্রায় ৫০জন রক্তদাতা রক্তদান করেন।

Ghatal News