Featured Video Play Icon

নাছোড়বান্দা বৃষ্টিতে নাজেহাল ঘাটালবাসী, উদ্বিগ্ন পূজো উদ্যোক্তারা

আমার ঘাটাল

ঘাটাল নিউজ ডেস্ক,  ২৬ সেপ্টেম্বরঃ নাছোড়বান্দা বৃষ্টি মানুষকে নাজেহাল করছে। ভরা আশ্বিন মাসে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় অর্থাৎ নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, প্রকৃতির এই কোলাজ এই বছর নেই বললেই চলে।
পুজো মানেই চোখের সামনে ভেসে ওঠে, নদীর ধারে এক রাশ সাদা কাশফুলের দলের মাথা দোলানো।
বানভাসি ঘাটালে এই দৃশ্যপট এই বছর নেই।
পুজো কমিটির উদ্যোক্তারা অন্যান্য বছরের মতোই পুজোর আয়োজনে মেতে উঠবেন বলে আশা করেছেন।
আশা করাটাই স্বাভাবিক।

আড়গোড়া পূজা কমিটির পুজোর মণ্ডপ যেখানে হয়, সেখানে এখনও কোমরসমান বন্যার জল জমে আছে।
এদিকে প্রতিমা সহ বিভিন্ন উদ্দেশ্যে ৬০ থেকে ৭০ হাজার টাকার বায়না দেওয়া হয়েছে বলে ওই পুজো কমিটির উদ্যোক্তারা জানালেন।
ওই পূজা কমিটি ঠিক করেছিল এই বছর একটু বড় বাজেটের পুজো তারা করবেন, কিন্তু পরপর নিম্নচাপের জেরে বৃষ্টির প্রভাবে বন্যার জন্য সেই আশা কতটা পূরণ হবে সেই বিষয়ে জিজ্ঞাসা চিহ্ন পড়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের ভ্রুকুটি এখনও ছাড়েনি। বৃষ্টি পিছু ছাড়ছে না কিছুতেই। এখনো বন্যার জল একটু বাড়ছে।
এরপরে যদি ফের বৃষ্টির প্রভাবে বন্যার জল আরও বাড়ে তাহলে কিভাবে ওই কমিটির উদ্যোক্তারা পুজো করবেন তা ভেবে পাচ্ছেন না।
আমরা শোনাবো ওই পুজো কমিতির উদ্যোক্তারা কি বললেন।

Ghatal News