বাঁধাকপি ছাড়াতে গেলে যেমন কপি পাওয়া যায়না তেমনি তৃণমূলেরও কাউকে পাওয়া যাবে না : দিলীপ ঘোষ

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

ভোটে আরও বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও বুথে রাখার দাবি জানিয়েছেন এবং নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াচ্ছেন তাঁরা | এর পাশাপাশি ভোট লুট ঠেকাতে কর্মীদের আরও সজাগ ও সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান তিনি |
দিলীপ বাবু জানান , ‘ পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি | প্রার্থীদের মারধর করা হয়েছে | এত করেও বিরোধীশূন্য পঞ্চায়েত হয়নি | বিজেপির শক্তি বাড়ছে | ‘ তিনি জানান আমরা ৭ হাজার গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছি | আমাদের শক্তি বাড়ছে | এই শক্তি জনগনের শক্তি | আর তৃণমূলের টাকা আর সরকারি ক্ষমতা অপব্যবহারের শক্তি | সেই শক্তি পরাস্ত হবে জনগনের শক্তির কাছে |

তিনি লোকসভা ভোটের প্রার্থী | তবু আঁকড়ে রেখেছেন খড়্গপুরের বিধায়ক হিসেবে পাওয়া রেল বাংলো | এজন্য তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হচ্ছে | এবিষয়ে নিরুত্তাপ অভিযুক্ত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ | শনিবার মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর সাফ জবাব , ‘ ওটা আমার বন্ধুর বাংলো | থাকতেই পারি | এতে কারো কিছু বলার অধিকার নেই | এটা নির্বাচন বিধিতেও পড়ে না | যারা হেরে যাওয়ার ভয় করছেন তাঁরাই অভিযোগ করছেন | ‘

জেরার জন্য পুনরায় ঘাটাল কেন্দ্রের প্রার্থী ভারতী ঘোষকে নোটিশ পাঠিয়েছে সিআইডি | এবিষয়ে দিলীপ ঘোষ জানান , ‘হেনস্তা করতেই তাঁকে বারবার এভাবে জেরা করা হচ্ছে | যাতে উনি প্রচার করতে না পারেন | ভোটে লড়তে না পারেন | গণতান্ত্রিক ভাবে লড়াই করার শক্তি হারিয়েছে তৃণমূল তাই অনৈতিক ভাবে লড়াই করতে হচ্ছে | বিজেপিকে প্রার্থী ধার করতে হছে এই প্রশ্নের জবাবে কটাক্ষ করে দিলীপ বাবু বলেন, বাঁধা কপির ছাড়াতে ছাড়াতে যোমন অার কপি পাওয়া যায় না তেমনি তৃণমূলেরও অার কাকেও এরকম পাওয়া যাবে না। শেষে ব্যান্ড পার্টি যাত্রাপাটি হয়ে যাবে। দলটাই অার থাকবেনা।

Ghatal News

Leave a Reply