কেশপুর ভয়মুক্ত ও শান্তি ফিরুক নববর্ষে কামনা বিজেপি প্রার্থী হীরণের

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

নববর্ষে কেশপুরে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন হিরন্ময় চট্টোপাধ্যায়।কেশপুর বিধানসভার অন্তর্গত আনন্দপুর কালী মন্দির এবং ঐতিহ্যবাহী ঝাড়েশ্বর শিব মন্দিরে পুজো দিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এদিন ফের ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবকে পরিযায়ী প্রার্থী বলে কটাক্ষ করলেন হিরন। উল্লেখ্য, ভোট আসলে বারবার উত্তপ্ত হতে দেখা যায় কেশপুরকে। এবার কেশপুরে শান্তি ফিরুক এই কামনাই করলেন হিরন চট্টোপাধ্যায়। গত লোকসভায় দেবের তত্ত্বাবধানে ভোট লুট হয়েছে বলেও দাবি করেন হিরন। একই সাথে এবারের নির্বাচনে জয়ের জন্য যথেষ্ট আশা প্রকাশ করলেন হিরন চট্টোপাধ্যায়। এদিন হিরন কে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন দুই মন্দিরে। পাশাপাশি তিনি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছেন যে কেশপুর যাতে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত, আতঙ্ক মুক্ত হোক কেশপুরবাসীর কাছে যেন শুক, শান্তি ফিরুক। তিনি এও জানিয়েছেন এই লোকসভা কেন্দ্রের গত দশ বছর থাকা সাংসদ যেভাবে গুলি বন্ধক দিয়ে কেশপুরকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে তার থেকে কেশপুর যদি মুক্ত হতে পারে আমরা তাহলে এই লোকসভা কেন্দ্র থেকে তিন লক্ষ বেশি ভোটে জয়ী হব। কেশপুর থেকে আমার বিশ্বাস এক লক্ষ বেশি ভোট পাবো বলে দাবি করেন।

Ghatal News