কুমারেশ রায়, ঘাটাল,পশ্চিম মেদিনীপুরঃ
বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঘাটালে জরুরি বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঞা।ধীরে ঘাটালে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে।শুক্রবারও সকালে থেকে জল বাড়তে দেখা গেছে।এই পরিস্থিতিতে ঘাটালে এসে বৈঠক করলেন মানস ভূঞা। বৈঠকে ছিলেন অতিরিক্ত জেলাশাসক ঘাটালের প্রাক্তন মহকুমাশাসক পিনাকী রঞ্জন প্রধান, মহকুমাশাসক সুমন বিশ্বাস,মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী, সেচ দপ্তরের আধিকারিক সহ মহকুমার অন্যান্য আধিকারিক ও পঞ্চায়েত প্রধান বা প্রতিনিধিরা।কোথায় বা কোন কোন এলাকায় কি সমস্যা রয়েছে সবার কাছে জানতে চান এবং দ্রুত যাতে সমাধান করা হয় তার কথা বলেন। বৈঠক সেরে ঘাটাল অজবনগরে বন্যা কবলিত একটি পাড়ায় গিয়ে কিছু ত্রিপল বিতরন করেন।
Ghatal News