চন্দ্রকোনা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযানে মহকুমা শাসক

Uncategorized

চন্দ্রকোনা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযানে মহকুমা শাসক
নও ঘাটাল নিউজ ডেস্ক :
নিজের শহর, নিজের গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলেই পরিবেশ এবং পৃথিবী পরিচ্ছন্ন থাকবে।
এই বার্তা মানুষের কাছে পৌছে দিতে সচেষ্ট হয়েছেন ঘাটাল এর মহকুমা শাসক সুমন বিশ্বাস। চন্দ্র কোনা পুরসভার ও মহকুমা শাসকের যৌথ উদ্যোগে
মহকুমা শাসক শনিবার চন্দ্রকোনা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিজে রাস্তায় নামলেন।
মহকুমা শাসকের নেতৃত্বে এদিন চন্দ্রকোনা শহরের বিভিন্ন এলাকায় সাফাই অভিযান চলে।
মহকুমা শাসক নিজে বিভিন্ন নর্দমায় কীটনাশক স্প্রে করেন ,শুধু তাই নয় মহকুমা শাসক নিজে রাস্তা এবং নর্দমা পরিষ্কার এর কাজে হাত লাগান।
মহকুমা শাসক এর সাথে ছিলেন পৌর প্রশাসক বিলুপ্ত মান্না এবং পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সৌরভ চক্রবর্তী, গোবিন্দ দাস ও প্রতিমা পাত্র।
মহকুমা শাসক সুমন বিশ্বাস মানুষজনকে সচেতন করে আবর্জনা ভ্যাট এর মধ্যে ফেলার কথা বলেন। মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য যত্রতত্র আবর্জনা না ফেলা এবং জল জমিয়ে না রাখার কথাও তিনি বলেন।
ব্যবসায়ী থেকে গৃহস্থ সবাইকে তিনি এ বিষয়ে সতর্ক করেন।
সাফাই অভিযান এর পাশাপাশি এদিন মাস্ক বিলি করা হয় এবং বাইক চালানোর সময় লাইসেন্স যেন থাকে এবং হেলমেট পরার কথা বলা হয়।
উল্লেখ্য এর আগেও মহকুমা শাসক ঘাটাল শহরে সাফাই অভিযান করেছিলেন।
চন্দ্রকোনা পৌর প্রশাসক মন্ডলীর সদস্য গোবিন্দ দাস বলেন, এদিন সাফাই অভিযান এর মাধ্যমে সার্বিকভাবে পরিবেশ সুরক্ষার আবেদন করা হয়েছে।

Ghatal News