ঘাটালের বাসিন্দা বিজ্ঞানী সুজয় দোলই ইসরো চন্দ্রাভিযানে যুক্ত

দেশ-বিদেশ

ঘাটালের বাসিন্দা বিজ্ঞানী সুজয় দলুই
ইসরো র চন্দ্রাভিযান র সাথে যুক্ত

চন্দ্রযান ৩ এর চন্দ্রাভিযান এর সাথে যুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা শহরের বাসিন্দা ইসরোর বিজ্ঞানী সুজয় দলুই।
সুজয়ের বাড়ি ঘাটাল শহরের রথতলা তে।

এই খবর জানার পরে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে চান।
মহকুমা শাসকের উদ্যোগে এবং ঘাটাল পৌরসভার তরফে সুজয় বাবুর স্ত্রী দেবশ্রী দাস দলুই এর সাথে যোগাযোগ করা হয়।।
তিনি ঘাটালের বিদ্যুৎ দপ্তরের আধিকারিক।
তার সাথে আলোচনা হয় সুজয় বাবু কে সংবর্ধনা দেওয়ার জন্য।
দেবশ্রী দেবী বলেন, ২০০৭ সাল থেকে সুজয় বাবু ইসরোতে আছেন। যেহেতু ভারতবর্ষ মহাকাশ গবেষণায় একটি বিশেষ পর্যায়ে পৌঁছে গেল তাই তিনি গর্বিত।
ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, খুবই গর্বের বিষয়। আমরা ওনাকে বর্ণপরিচয় সম্মান এবং সংবর্ধিত করব। উনি যদি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলেন তাহলে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে।।
ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা বলেন, সুজয় বাবুর জন্য আমরা গর্ববোধ করছি। ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য ওনার স্ত্রীর সাথে আলোচনা হয়েছে।
তবে ইসরো যদি অনুমোদন দেয় তবেই সংবর্ধনা দিতে পারব।

সুজয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনা ঘাটালে।
তিনি মাধ্যমিক পাস করেছেন ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠ থেকে।
তারপরে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন রথীপুর বরদা বানীপিঠ হাই স্কুলে।
তিনি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন।
দেশের প্রযুক্তির গোপনীয়তা এবং ইসরোর প্রটোকল থাকায় সুজয়ের পরিবারের লোকজন এই বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি।
ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক গৌরীশঙ্কর বাগ বলেন সুজয় বরাবরই মেধাবী ছিলেন।
তিনি ইসরোর চন্দ্রাভিযানের সাথে যুক্ত থাকায় গর্ববোধ করছি।

Ghatal News