জনপ্রিয় জি বাংলার দিদি নং ১ এর দিদি নং ১ হলেন ঘাটালের শিক্ষীকা রুমা দাস। বাড়ি ঘাটালের ১৫ নং ওয়ার্ডে। ঘাটাল পৌরসভার গম্ভীরনগর শীতলা প্রাইমারী স্কুলের শিক্ষকতা করেন। রুমা দেবীর স্বামী হলেন জয়নগর স্কুলের প্রধান শিক্ষক চিরঞ্জীব চক্রবর্তী। গত রবিবার ১৬ ডিসেম্বর ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে জি বাংলার দিদি নং ১ এ অডিশন দিয়েছিলেন। দ্বিতীয়বার অার অডিশন দিতে হয়নি গতকাল রাতে জি বাংলা থেকে ফোন পেয়ে অাজ সরাসরি দিদি নং ১ এ কলকাতার রাজারহাটে গিয়ে দিদি নং ১ এ শুটিংএ অংশগ্রহন করেন। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে শুটিং। দিদি নং ১ গিয়ে দিদি নং ১ হলেন ঘাটালের শিক্ষীকা রুমা দাস এবং ঘাটালের নাম রাখল। এর অাগে ঘাটালের দিপালী সামন্ত দিদি নং ১ গিয়ে দিদি নং ১ হয়ে প্রচুর পুরস্কার জিতে নিয়ে এসেছেন।
ঘাটালের প্রাথমিক শিক্ষীকা দিদি নং ১ হলেন
