রথে ধাক্কা লরির, পথ অবরোধ হরিরামপুরে

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক ,২০ জুনঃ মঙ্গলবার রথযাত্রা। এই শুভ দিনের আগের মুহূর্তে দাসপুরের হরিরামপুরে বেপরোয়া লরির ধাক্কায় রথটি
প্রায় কুড়ি পঁচিশ হাত দূরে ছিটকে পড়ে এবং ভেঙে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত আড়াইটা নাগাদ।
সিভিক পুলিশের সহায়তায় ঘাতক লরিটিকে খুকুরদার কাছে আটকানো গিয়েছে।
এই ঘটনার পরে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা ঘাটাল পাঁশকুড়া বাস সড়ক অবরোধ করেন।
গ্রামের মানুষজনের দাবি ওই লরির মালিককে আসতে হবে এবং এর ক্ষতিপূরণ দিতে হবে।
কিন্তু আজ কিভাবে রথ টানা হবে এই বিষয়ে চিন্তিত ওই এলাকার মানুষজন।
জানা গিয়েছে যদি রথ টানা না সম্ভব হয় তাহলে পালকিতে করে যেভাবে ঠাকুর যায়, সেইভাবে নিয়ে যাওয়া হতে পারে এবং মায়ের মন্দিরে পাশের গ্রাম থেকে আরও একটি রথ আসে সেই ধর্মীয় ঐতিহ্য মেনে চলা হবে।।
এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় এবং অতিরিক্ত পুলিশ সুপার।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যতক্ষণ না লরির মালিক কে নিয়ে আসা হয় এবং ক্ষতিপূরণের ব্যবস্থা না হয়ে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।।
এদিকে ৫০ বছরের বেশি পুরনো এই ঐতিহ্যবাহী রথযাত্রার আগের মুহূর্তে এই ঘটনায় গ্রামের মানুষজনের
মনে বিষন্নতা।

Ghatal News