রাজ্যে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই : অগ্নিমিত্রা পাল

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি মহিলা মোর্চার কর্মী সম্মেলনে যোগ দিয়ে যোগ দেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেছেন। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পল বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। রাজ্যের মহিলা মূখ্যমন্ত্রী হয়েও মহিলাদের উপর অত্যাচার করছে এবং পুলিশ প্রশাসনের অধিকাংশ শাসক দলের হয়ে কাজ করছে। এদিন তিনি মূর্শিদাবাদে আল কায়দা যোগ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, বাংলার গর্ব না হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আল কায়দার গর্ব হয়ে গেছেন। দীর্ঘ সাড়ে নয় বছরে রাজ্যে কোনও শিল্প হয়নি। নেই কোনো বেকারদের কর্মসংস্থান। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও রাজ্য সরকার কোনও ব্যবস্থা নেয়নি বরং তাদের অসম্মান করা হয়েছে। সোমবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত এই মহিলা মোর্চার সম্মেলনে অগ্নিমিত্রা পালের হাত ধরে কয়েকশ মহিলা যোগদান করেন ।

Ghatal News