ঘাটাল থানার উদ্যোগে কার্যকরী ‘নো এন্ট্রি ‘ পরিসেবা

আমার ঘাটাল

ঘাটাল থানার উদ্যোগে কার্যকরী হলো ‘নো এন্ট্রি ‘ পরিসেবা

নো এন্ট্রি মানে দুপুর ১২ টা পর্যন্ত ঘাটাল শহরের মধ্যে কো ভারী যানবাহন নিয়ে ঢোকা যাবে না। ঘাটাল থানার সামনে একটি নো এন্ট্রি বোর্ডও লাগানো আছে ঘাটাল পৌরসভার। কিন্তু কেও তা না মেনে গাড়ি নিয়ে অবাধ যাতায়াত করতো।ফলে স্কুল টাইমে যানজট দেখা দিত ঘাটাল পৌরসভা ও শহরের বিভিন্ন জায়গায়।২ টি বাইপাশ রাস্তা থাকা সত্বেও এই রাস্তা দিয়েই যানবাহন নিয়ে আসত সবাই।অবশেষে ঘাটাল থানার উদ্যোগে থানার ভারপ্রাপ্ত অাধিকারিক নিজেই নো এন্ট্রি পরিসেবা চালু করলেন।সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ও বিকেল ৪ টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত টোটো,সমস্ত ৪ চাকা গাড়ি ও সমস্ত ভারী যানবাহন

Ghatal News

Leave a Reply