পূনর্বাসনের দাবিতে ঘাটালে প্রগতি বাজার বন্ধ রেখে প্রতিবাদ চাষি ও ব্যবসায়ীদের

আমার ঘাটাল

ঘাটাল নিউজ ডেস্ক, ২৯ নভেম্বর : পূনর্বাসনের দাবিতে প্রগতি বাজার বন্ধ রেখে ধর্মঘটে র পথে ওই বাজারের ব্যবসায়ীরা।

ঘাটাল মেচগ্রাম রাস্তা সম্প্রসারণ এর কাজ শুরু হয়েছে।
জোর কদমে চলছে রাস্তা সংস্কারের কাজ। ওই রাস্তার ধারে যেসব কাঠামো এবং ব্যবসায়ীরা আছেন তাদের উঠে যেতে বলা হয়েছে পূর্ত দফতরের পক্ষ থেকে।
রাস্তার ধারে প্রগতি বাজার। প্রায় ২০০ জন ক্ষুদ্র এবং গরীব ব্যবসায়ী তাদের রুটি রুজি অর্থাৎ রোজকার করে পেট চালান।
তাদের উপার্জনের ভরসা এই বাজার।
কিন্তু প্রগতি বাজার থেকে ওই ব্যবসায়ীদের উঠে যেতে বলায় বিপাকে পড়েছেন বাজারের ব্যবসায়ীরা।
তারা জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে তারা ইতিমধ্যে ২৫ ফুট জায়গা ছেড়েছেন, প্রয়োজনে সবটাই ছেড়ে দেবেন।
কিন্তু তাদের পুনর্বাসন দিতে হবে।
পুনর্বাসন না দিলে তারা এই অবস্থায় কোথায় যাবেন প্রশ্ন ওই ব্যবসায়ীদের।
পুনর্বাসন দেওয়ার দাবিতে আজ সোমবার ২৯ নভেম্বর তারা প্রগতি বাজার বন্ধ রেখেছেন।
ওই ব্যবসায়ীরা দের অভিযোগ, এর পেছনে কোন চক্রান্ত আছে।
তারা ঘাটাল পুরসভার প্রশাসক, মহাকুমা প্রশাসন সহ বিভিন্ন মহলে দরবার করলেও কোনো সদুত্তর না পাওয়ায় ,বাধ্য হয়ে তারা আজ বাজার বন্ধ রেখেছেন।

Ghatal News