ঘাটাল হাসপাতালে মেশিন নেই তবুও উদ্বোধন হল ডায়ালিসিস ও সিটি স্ক্যান

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, ১২ মার্চঃ ঘাটাল মেচগ্রাম রাস্তা সংস্কার এবং সম্প্রসারণ এখনো শেষ হয়নি।।

প্রায়ই লেগে থাকে যানজট এবং দুর্ঘটনা।
এই অবস্থাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করলেন।
১৭২ কোটি ৫৭ লক্ষ টাকার ভরাট দিন নির্মিত ওই রাস্তার কাজ শেষ হওয়ার আগেই এই উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের মধ্যে জিজ্ঞাসা এবং ক্ষোভ দেখা দিয়েছে।
ওই রাস্তা দিয়ে প্রায় আড়াইশোর বেশি বাস এবং অন্যান্য যানবাহন চলাচল করে।
এদিকে একইভাবে ডায়ালিসিস এবং স্ক্যান মেশিন না আসা সত্ত্বেও ডায়ালিসিস এবং স্ক্যান ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ।
এক্ষেত্র মানুষের মনে প্রশ্ন আসন্ন লোকসভা নির্বাচন ঘিরেই কি এই চমক।
দুটি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ঘাটাল মহকুমার এসডিও সুমন বিশ্বাস, এস ডি পি ও অনিমেষ সিংহ রায়,,ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহ সভাপতি বিকাশ কর, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া,ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ইনচার্জ এইচ এস মান্না,স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল সহ আরো অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা।
এসডিও বলেন, ঘাটাল মহকুমা হাসপাতালে প্রচুর রোগী প্রতিদিন আসেন। বিভিন্ন ক্ষেত্রে সিটিস্ক্যান এবং ডায়ালিসিস প্রয়োজন হয়।
এদিন গোপমহল সুস্বাস্থ্য কেন্দ্রে টেলি মেডিসিন পরিষেবার উদ্বোধন হয়।
রাস্তার কাজ শেষ হলো না ডায়ালিসিস এবং স্ক্যান মেশিন এলো না অথচ সবকিছুর উদ্বোধন হয়ে গেল।
এই বিষয়ে কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

Ghatal News