সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরলেন এক যুবক

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক ,৩০ সেপ্টেম্বর :  বানভাসি ঘাটালে মানুষজনকে কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, তা একটি ঘটনা থেকেই স্পষ্ট।
লাগাতার বৃষ্টির জেরে এবং জলাধার থেকে জল ছাড়ার জন্য ঘাটালে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, যেন এক বিচ্ছিন্ন দ্বীপ।
আর এই ভয়ানক পরিস্থিতি এবং বন্যার জলে ভেসে যাওয়া থেকে এক যুবক কিভাবে প্রাণে বাঁচলেন তা এক রোমহর্ষক ঘটনা।
ওই যুবকের নাম সত্যনারায়ণ চক্রবর্তী, বাড়ি ঘাটাল ব্লকের কিসমত গ্রামে।
পেশায় কাঠ মিলের কর্মচারী ওই যুবক বৃহস্পতিবার বাড়ি ফিরছিলেন।
প্লাবিত জমি দিয়ে বাড়ি ফেরার সময় বন্যার জলের তোড়ে তার ভেসে যাওয়ার উপক্রম হয়।
তিনি বলেন,
জমির মাঝে একটি সিমেন্টের খুঁটির সাথে নিজেকে গামছা দিয়ে বেঁধে ফেলেন এবং ওই খুটি র উপরে উঠে পড়েন। এরপর একটি বিশাল পানা ভেসে এলে তিনি তার উপরে উঠে পড়েন।
তার চিৎকারে পাশাপাশি স্থানীয় মানুষজন এসে সত্যনারায়ণ বাবুকে উদ্ধার করেন, সাথে একজন সিভিক পুলিশ ছিলেন।
ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি বলেন, আমরা আসার আগেই স্থানীয় মানুষজন ওনাকে উদ্ধার করেন।
সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে এই ঘটনা তিনি শুনালেন।
স্বাধীনতার এত বছর পরেও বানভাসি ঘাটালের মানুষজনের সত্যিই এই অবস্থা!

Ghatal News