চতুর্থবার বন্যা পরিস্থিতির মুখোমুখি মহকুমাবাসী

আমার ঘাটাল

ঘাটাল নিউজ ডেস্ক,  ৩০ সেপ্টেম্বর: এই নিয়ে চতুর্থবার বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে মহাকুমাবাসীকে।
নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি তার ফলেই আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিচ্ছে মহকুমা জুড়ে।
ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় দ্রুতগতিতে জল বাড়তে শুরু করেছে। বিপদসীমার উপর দিয়ে বইছে মহকুমার নদীগুলির জলস্তর।
সকালেই দেখা গিয়েছে ঘাটালের মনসুকার ঝুমি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে চলার কারণে মাইকিং করে মানুষজনকে সতর্ক করা হয়েছে।নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে পার্শ্ববর্তী গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে। মনসুকার ঘোড়ইঘাট সংলগ্ন হাজরাজলির চাতালে সকালে যাতায়াত করা গেলেও দুপুরের পর থেকে যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে।
দুপুরে যেখানে রাস্তা শুকনো দেখা গিয়েছিল সন্ধ্যাবেলায় সেখানে হাঁটুসমান জল।
ঘাটালের নিচু এলাকা থেকে এখনো কিছুদিনের আগের সৃষ্ট বন্যার জল নামেনি তার মাঝেই আবারো বন্যার জল ঢুকতে শুরু করেছে সেই এলাকায়।
ঘাটাল পৌরসভার ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে।
চন্দ্রকোনার ক্ষীরপাই এর কেঠিয়া পোল দিয়ে প্রচুর পরিমাণে জল ঢুকছে।দুপুরেই দেখা গিয়েছিল সেই ছবি। এতটাই দ্রুত গতিতে জল বাড়তে শুরু করেছে হয়তো আর কিছুটা জলস্তর বৃদ্ধি পেলেই রাস্তা ছাপিয়ে জল যাবে।
ঝুমি নদীর জলস্তর এতটাই দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে যে খাসবাড় সংলগ্ন এলাকায় নৌকাডুবির হাত থেকে রক্ষা পেয়েছে ৫০-৬০ জন যাত্রী সহ একটি নৌকা। জানা যায়, এক পাড় থেকে অন্য পাড়ে নৌকায় করে পারাপারের সময় মাঝ নদীতে এই দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে নৌকাটিকে।
তবে প্রশাসন পরিস্থিতি মোকাবিলা করতে সর্বতোভাবে প্রস্তুত রয়েছে বলে মহকুমা শাসক জানিয়েছেন।
প্রশ্ন থেকেই যাচ্ছে, আবারও কি একবার বন্যা পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হবে মহাকুমা বাসিকে?

Ghatal News