দেবের মনোনয়ন পেশ জেলা শাসক দপ্তরে

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

কুমারেশ রায় পশ্চিম মেদিনীপুর:

প্রত্যেক ভোটার যদি একটি করে গাছ লাগান তাহলে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করা সম্ভব মনোনয়নপত্র জমা দেওয়ার আগে, রক্তদান করে এই বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব।
মেদিনীপুর জেলা শহরেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানালেন তিনি।

মেদিনীপুরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন ,গরমে ব্লাড ডোনেশন ক্যাম্প ঠিকমতো হচ্ছে না, তাই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রক্ত দিলাম।
তিনি বলেন, ৭০-৮০ বছরে এরকম গরম পড়েনি। তাই সিদ্ধান্ত নিয়েছি ,ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার প্রতি যতগুলো ভোট পড়বে, আমরা ততগুলি গাছ লাগাব।প্রত্যেক ভোটার একটি করে গাছ লাগাবে।
যদি ৯ লাখ ভোট পড়ে তাহলে ৯ লাখ গাছ, যদি দশ লাখ ভোট পড়ে তাহলে ১০ লাখ গাছ।
এর মধ্যে রাজনীতি নেই। যে কোনো দল এই কথা ভাবতে পারে।
গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে লড়াই করার একমাত্র রাস্তা আরো বেশি করে গাছ লাগাতে হবে।
আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি, যা দেশের মধ্যে প্রথম।
উন্নয়নের প্রশ্ন র পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ভাবতে হবে।
এইভাবে প্রত্যেক ভোটার একটি করে গাছ লাগাবে এবং এই বিষয়ে সারা দেশের মধ্যে আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্র এগিয়ে থাকবে।

শুধু ঘাটাল মাস্টারপ্ল্যান নয় বিশ্ব উষ্ণায়ন থেকে সবকিছুই একজন জনপ্রতিনিধির দেখা কর্তব্য।
ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরনের উদ্দেশ্যে কি বার্তা দেবেন জানতে চাওয়া হলে তিনি বলেন ,হিরন অনেক জ্ঞানী মানুষ, সবজান্তা।
আমার মনে হয় ও অশান্তির মধ্যে আছে। তাই এরকম বিরক্তিকর কিছু ভাষণ দিচ্ছে। ওর ভালোবাসা প্রয়োজন।
ঠাকুরের কাছে প্রার্থনা করব ওকে ঠাকুর সৎবুদ্ধি দিক। ওর প্রতি শুভেচ্ছা রইল।
কেশপুরে দলের গোষ্ঠী কোন্দল সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেন, যে কোনো বড় দলে হয়তো মতান্তর থাকতে পারে তবে গোষ্ঠী কোন্দল নেই।
তিনি বলেন,প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা। ২০১৯ এ যে রেজাল্ট হয়েছিল, ২০২৪-এ তার থেকে ভোটে অনেক ভালো রেজাল্ট হবে। দলের সমস্ত কর্মী মাঠে নেমেছে।
আমার দলের সমস্ত কর্মী থেকে অঞ্চল সভাপতি থেকে সবাই মাঠে নেমেছে।

Ghatal News