ঝড়ে গাছের ডাল ভেঙে ঘাটালে মৃত্যু এক মহিলার

আমার ঘাটাল

ঘাটাল নিউজ ডেস্ক, ১৮ মেঃ বৃহস্পতিবার বিকেলের কালবৈশাখীর ঝড়ে ঘাটাল মহকুমা বিপর্যস্ত হল।
ঘাটাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের গঙ্গা দাসপুরে ৬৩ বছর বয়সী পুষ্প পন্ডিতের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে ওই মহিলা ঝড়ের সময় বাড়ির সামনে ঘুটে কুড়াতে গিয়েছিলেন।
সেই সময় পাশের একটি শিরীষ গাছের ডাল তার উপর ভেঙে পড়লে তার মৃত্যু হয়।ঘটনাস্থলে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক এবং পঞ্চায়েত উপপ্রধান তরুন সামন্ত পৌঁছান।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে যান চলাচল বিপর্যস্ত।
বিদ্যুতের তার ছিড়ে যাওয়া এবং খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন।
সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুরে একটি মাটির ঘর পড়ে গিয়েছে, ১ জন আহত হয়েছে নাম রাকেশ বেরা।বাড়ি রঘুনাথপুরে।কুরান গ্রামে পূজা দেখতে গিয়ে গাছের ডাল পড়ে আহত।স্থানীয়রা উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করেছে। এছাড়াও ঝড়ে বিভিন্ন জায়গায় চাল উড়ে গিয়েছে।
বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গায় গাছ কেটে পরিষ্কার করার কাজ শুরু করেছেন।।

Ghatal News