দাসপুর বিবেকানন্দ হাই স্কুলে নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচির দিবস পালন

আমার ঘাটাল

নির্মল বিদ্যালয় সপ্তাহ কে লক্ষ্য রেখে আজ দাসপুর বিবেকানন্দ হাই স্কুলে কর্মসূচির তৃতীয় দিবস পালন হলো। প্রথমে নিয়মিতভাবে চারটি ক্লাস নেওয়া হয়। তারপর মিড ডে মিলে সমস্ত ছাত্রছাত্রীদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়। প্রথম দুদিন মডেল তৈরি ও স্কুল ক্যাম্পাস পরিষ্কারের পর, আজ রালি করা হয় আপামর জনসাধারণ কে বাড়ির চারপাশের পরিবেশ যাতে নোংরা মুক্ত ও স্বাস্থ্যকর হয়। Rally er মাঝে মাঝে প্ল্যাকার্ড নিয়ে এক এক জন ছাত্র ও ছাত্রী অবিরাম স্লোগান দিতে থাকে, উচস্বরে গলা মেলায় তার সহপাঠী ও সহযোগীরা। রালিটি স্কুল থেকে শুরু করে দাসপুর পুলিশ স্টেশন হোয়ে যায় হাসপাতাল চক। তারপর সেটি দক্ষিণ পূর্ব দিক দিয়ে রাউন্ড করে স্কুলের মেইন গেট এ এসে পৌঁছয়। মজার বিষয় এই হলো, Rally পৌঁছানোর কিছু পরেও স্লোগানের ভাষা ও চিন্তা ঘুরতে থাকে বাচ্চাদের মুখে মুখে। এহেন প্রচেষ্টা ও তাকে বাস্তব রূপ দিতে পেরে কিছু কিছু স্যারের তাদের শৈশবের কথা বড় বেশি করে মনে পড়ে।

Ghatal News