পুলিশের উর্দি খুললে দেখা যাবে তৃণমূলের ছাপ! কটাক্ষ মহঃসেলিমের

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

ঘাটাল নিউজ ডেস্ক, ৩০ জুনঃ কিছু পুলিশ অফিসারের উর্দি খুললে আন্ডারপ্যান্ট এ দেখা যাবে তৃণমূলের ছাপ।
এবারে খেলা হবে, তবে তিনবার পার পেয়ে গেছে এবারে ফাউল করলে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেয়া হবে।
সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম নলগেড়িয়া থেকে কুটিঘাট পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পদযাত্রায় অংশ নিয়ে এই কথাগুলি বলেন।
তিনি বলেন, রোদে গরমে ঘামের মধ্যে আমাদের মিছিল করতে কোন অসুবিধা হয় নি, কারণ শ্রমজীবী মেহনতি মানুষরা সারা বছরই ঘাম ঝরায়।
তৃণমূল ভেবেছিল নমিনেশন করতে দেবে না, আমরা চাই ঘাম ঝরুক রক্ত যেন না ঝরে।
ভোটের দিন ঝড় হোক, বৃষ্টি হোক, পুলিশ থাকুক আর যাই হোক সকাল সকাল গিয়ে নিজের অধিকার প্রয়োগ করুন।।
তিনি পুলিশকে নিজের উর্দির সম্মান রাখার কথা বলেন।
মহম্মদ সেলিম বলেন, জ্যোতি বসু বলেছিলেন গ্রামে গ্রামে নিজের সরকার হবে, মানুষের সরকার হবে। সেটা কে নকল করে এরা বলছে দুয়ারে সরকার।
বন্যার ত্রানের টাকা, আম ফানের টাকা,
মিড ডে মিলের টাকা, আইসিডিএস এর টাকা আবাস যোজনা টাকা সবকিছু এরা চুরি করেছে। তাই চোর মুক্ত , মানুষের পঞ্চায়েত গড়তে হবে।।
তিনি বলেন,
হ্যাঁ খেলা হবে, তবে খেলার নিয়ম কানুন মানতে হবে, আর সেই লাল কার্ড লাল টুপি লাল গেঞ্জি পড়ে আমাদের বাহিনী প্রস্তুত।
আমাদের খেলোয়াড়রা এখন মাঠে আছে আর তৃণমূল এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই।।

Ghatal News