ঘাটালে বাস দূর্ঘটনা, আহত ১৫

আমার ঘাটাল

 

মঙ্গলবারে বিকেলে ঘাটাল চন্দ্রকোনা রোডে কলকাতা গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে কয়েক ফুট নিচে পড়ে যায়।
রথীপুরের কাছে তিন নম্বর চাতাল সংলগ্ন বড় দলুই পাড়ার কাছে এই দুর্ঘটনা ঘটে।
শালবনী কলকাতা গামী বাসটি চন্দ্রকোনা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। বাসের যাত্রীরা জানিয়েছেন বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল।
নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে, ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায় রাস্তার ধারে।
একটি মারুতি থাকায় মারুতির উপর বাসটি রয়ে যায়।
বড়সড় দুর্ঘটনা হতে পারতো মারুতি থাকায় সেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার শুরু করেন।
ঘটনা স্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর।
আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আট জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
হাসপাতালে ভর্তি আছেন তিনজন।
রাস্তার ধারে দুজন ধান সিদ্ধ করছিলেন, তারাও কম বেশি আহত হয়েছেন।
ঘটনাস্থলে আসেন ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট।
তিনি হাসপাতলে আহতদের দেখতে যান।
ড্রাইভার পলাতক।

Ghatal News