কুমারেশ রায় পশ্চিম মেদিনীপুরঃ
আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার নির্বাচনী প্রচারে চন্দ্রকোনার ক্ষীরপাইতে এসে মানুষের সমস্যা নিয়ে সরব হলেন।
যদি তিনি সাংসদ হন সমস্যা গুলি দ্রুত সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন।
জেতার ব্যাপারে তিনি একশভাগ আশাবাদী।
এই বিষয়ে তিনি মোদি সরকারের সুশাসনের কথা উল্লেখ করেন।
মানুষ জানে মোদি ছাড়া দেশে সুশাসন সম্ভব নয় বলে তিনি বলেন।
তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার এবারে টিকিট পাননি।
টিকিট না পাওয়ায় তিনি বিক্ষুব্ধ বলে খবর।
এই বিষয়ে বিজেপির প্রার্থী অরূপ বাবুর দাবি তিনি কাজ করেননি বলেই টিকিট পাননি।
নির্বাচনী প্রচারে বেরিয়ে অরূপ বাবু বলেন, মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন তিনি।
যে জায়গা থেকে প্রচার শুরু করলেন সেখানে কোনো কলেজ নেই।
তিনি সাংসদ হলে কলেজ তৈরীর প্রতিশ্রুতি দেন।
ঘাটাল মাস্টার প্ল্যান এর মধ্যে আরামবাগকে অন্তর্ভুক্ত করা হয় নি।
এ বিষয়ে মানুষের ক্ষোভ কে তিনি সমর্থন করেন।
অরূপ বাবু বলেন, জিতলে ওই এলাকার গোঘাট খানাকুলসহ যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।
এছাড়াও স্বাস্থ্যপরিসেবার উন্নতি করা হবে বলে তিনি বলেন।
বিগত বছরগুলিতে আরামবাগ লোকসভা কেন্দ্রে কোনো কাজ হয়নি বলেও তিনি বলেন।
বিজেপি জেতার পরে মানুষ প্রকৃত সুশাসন এবং উন্নয়ন দেখবেন বলে তাঁর মন্তব্য।