ঘাটাল মহকুমা আদালতের আইনজীবীরা অনির্দিষ্ট কালের জন্য কাজ থেকে বিরত থাকবেন

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক, ২০ সেপ্টেম্বর ঃঃ আজ থেকে ঘাটাল মহকুমা আদালতের আইনজীবীরা অনির্দিষ্ট কালের জন্য এসিজেএম এবং জেএম কোটএর কাজ থেকে বিরত থাকবেন।
সিভিল এবং ক্রিমিনাল বার এসোসিয়েশন একযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।
আদালতের ল ক্লার্ক রাও এই সিদ্ধান্ত নিয়েছেন।

এফিডেভিট করতে ডেথ সার্টিফিকেট প্রয়োজন এবং পঞ্চায়েতের দেওয়া ডেথ সার্টিফিকেট গ্রাহ্য নয় এই ফতোয়া জারি,এফিডেভিট করতে টাকা নেওয়া সহ বিভিন্ন অভিযোগে আইনজীবীরা এসিজেএম এবং জে এম কোটের কাজ থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য আইনজীবীরা বয়কট শব্দটি বলেননি।
এছাড়াও এপিপি নইমুদ্দিন এর আদালতের কাজে প্রভাব খাটানো সহ একাধিক অভিযোগের ভিত্তিতে ক্রিমিনাল এবং সিভিল বার অ্যাসোসিয়েশনের সব আইনজীবীরা ওই দুই কোর্টের কাজে অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

আইনজীবীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এসিজেএম এবং জে এম কে জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা নেয়া হয়নি,তাই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
আইনজীবীদের এসিজেএম এবং জেএম কোর্ট এর কাজে অংশগ্রহণ না করার জন্য আদালতে র স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটেছে।

Ghatal News