ঘাটালে সাড়ম্বরে পালিত হছে গনেশ পূজো

আমার ঘাটাল

ধীরে ধীরে প্রায় সব পূজোরই প্রচলন আরম্ভ হচ্ছে ঘাটালে।দূর্গা পূজো,কালী পূজো, লক্ষী পূজো-তো ছিলই,তাছাড়া বিগত কয়েক বছর রামনবমীর দিনে শ্রীরামের পূজোর প্রচলন শুরু হলো। ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে কয়েক বছর ধরেই রামনবমীর দিনে রামের পূজো হচ্ছে,ঘাটালের গম্ভীর নগর আচার্য পাড়ায় রামের পূজো হচ্ছে।ঘাটালের বিভিন্ন জায়গায় হনুমান মন্দির তৈরী হচ্ছে এবং পূজো হচ্ছে। এবছর ঐ মাঠে আরম্ভ হলো সিদ্ধিদাতা গণেশ-এর আরাধনা।খুব ধুমধাম করে এই গণেশ চতুর্থী পালন করা হবে।সকালে পূজো, সন্ধ্যায় আরতী ও প্রসাদ বিতরণ এবং আগামী ৩ দিন ঘটা করেই পূজো করা হবে।দর্শনার্থীদের ভীড়ও চোখে পড়ার মতো।পূজোর উদ্যোক্তা অরিজিত হড় বলেন সব ঠাকুরের পূজো করা হয় মানুষের মঙ্গল কামনায়।কিন্তু সিদ্ধিদাতা গণেশের পূজো করা হয় ব্যসায় শ্রীবৃদ্ধির জন্য।কিন্তু আমাদের লক্ষ্য মানুষের মঙ্গল কামনা।প্রায় ১ লক্ষ্য টাকার বাজেটের এই পূজো।তবে প্রথম বছরেই মানুষের মনে সাড়া ফেলে দিয়েছেন গণপতি বাপ্পা।

Ghatal News