ঘাটাল কলেজে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরনের দাবীতে প্রতিবাদ ধর্মঘট

আমার ঘাটাল

অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরনের দাবীতে প্রতিবাদ ধর্মঘট কলেজে কলেজে
সৌর  পাল, ২ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে অাজ প্রতিবাদ ধর্মঘট চলছে কলেজে কলেজে। সকাল থেকেই ঘাটাল রবীন্দ্রশতবার্ষিকী মহাবিদ্যালয়ের গেটের সামনে কলেজের অস্থায়ী কর্মচারীরা হাতে প্লাকার্ড নিয়ে ফেস্টুন লাগিয়ে ত্রিপট বেঁধে স্থায়ীকরনের দাবীতে অান্দোলন শুরু করেছে। নৈতিক সমর্থন জানিয়েছে স্থায়ী কর্মচারীরা। সংগঠনের সহ সভাপতি ও ঘাটাল কলেজের অস্থায়ী কর্মী পলাশ মন্ডল বলেন,
কলেজে কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরনের দাবীতে তাদের এই আন্দোলন। সমকাজে সমবেতনের দাবীতে তারা রাজ্যব্যাপী এই আন্দোলন শুরু করেছে এবং
কলেজ কর্মরত অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে সরকারী স্বীকৃতি প্রদান করার ব্যবস্থা করার কথা জানানো হয়েছে। অারও দাবী
সরকারী অন্যান্য দপ্তরের ন্যায় কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরনের দাবী তুলেছে কর্মীরা।
পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে রাজ্য জুড়ে আজকের এই ধর্মঘট সফল করার কথা বলা হয়েছে। অারও বলা হয়েছে কলেজে কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের ভবিষ্যত অন্ধকারে রাখছ কেন শিক্ষামন্ত্রীর জবাব দাবী করেছে এবং
কলেজে নিয়োগের ক্ষেত্রে কর্মরতদের বঞ্চিত করে বহিরাগতদের প্রাধান্য দেওয়া হয় কেন কলেজ কর্তৃপক্ষরও জবাব চাওয়া হয়েছে এই অান্দোলন মঞ্চ থেকে।
সরকারী প্রতিষ্ঠানে সরকারী কাজ করেও সরকারী স্বীকৃতি নেই কেন উচ্চশিক্ষাদপ্তরের কাছে জবাব চাওয়া হয়েছে। কর্মীদের
৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত কর্মসংস্থানের দাবীও তোলা হয়েছে। এই অান্দোলন কতটা ফলপ্রসু হয় সেটাই এখন দেখার।

Ghatal News