কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল কে হারিয়ে জঙ্গল মহলের পিন্টু বাড়ি ফিরল ঘাটাল ওয়েব নিউজ ডেস্ক, ২০ সেপ্টেম্বর : প্রত্যন্ত জঙ্গলমহল থেকে উঠে এসে কলকাতায় ডার্বি লিগে নিজের গ্রামের মুখ উজ্জ্বল করলেন পিন্টু। ডার্বির মতো কলকাতার হাই ভোল্টেজ ম্যাচে পিন্টু মাহাতার গোলই রাতারাতি তাকে রাজ্য থেকে গ্রামে হিরো বানিয়ে দিয়েছে । পাশাপাশি গোটা কলকাতা লিগেই তাঁর খেলা নজর কেড়েছে সমর্থকদের । উল্লেখ্য রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় জঙ্গলমহলে চালু হয়েছে জঙ্গলমহল কাপ। যেখানে প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা সুযোগ পাচ্ছে নিজেদের খেলা মেলে ধরতে । আর সেখান থেকেই শুরু করে আজ স্বপ্নের দৌড়ে জঙ্গলমহলের পিন্টু। বলাই বাহুল্য জঙ্গলমহলের বুকে এই রকম সাফল্য এই প্রথম বার এসেছে। যার জন্য আজ আনন্দিত উছসিত জঙ্গলমহলবাসী। আই লীগের হাতে ধরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে প্রথম গোল করেছিল চাঁদড়ার পিন্টু। আর সেখান থেকেই শুরু করে আজ স্বপ্নের দৌড়ে জঙ্গলমহলের পিন্টু। ইস্টবেঙ্গল কে হারিয়ে কলকাতা লীগ জয় করে অাজ বাড়ি ফিরে পিন্টু পেল বীরের সম্মান। বন্ধুরা সম্বর্ধনা দেয় ট্রেন থেকে নামলেই। রাঙামাটিতে কোচের সাথে দেখা করলে সেখানেও ফুল দিয়ে সম্বর্ধনা দেন। বাড়িতে পৌঁছালে পিন্টুকে নিয়ে অানন্দে মেতে উঠে গ্রামের মানুষ ও পরিবারের সবাই। গ্রামবাসীরা পিন্টুর সাফল্যে গর্বিত। গ্রামবাসীরা চাই অারও ভাল খেলুক এবং জঙ্গল মহলের নাম উজ্জ্বল করুক। তিন মাস পরে বাড়ি ফিরে মায়ের হাতের রান্না মুরগির মাংস খেয়ে খুশি পিন্টু। এক চিলতে মাটির বাড়িতে এখন খুশির হাওয়া। বাবা সুধীর মাহাত মা বালিকা মাহাতো ছেলের খেলার উন্নতিতে খুশি তারা চান অারও ভাল খেলুক নাম উজ্জ্বল করুক।
কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল কে হারিয়ে জঙ্গল মহলের পিন্টু বাড়ি ফিরল
Ghatal News