চাকরি চাই, চাই না মদ-নেশার লাইসেন্স” আন্দোলনে যুব কংগ্রেস

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

“চাকরি চাই, চাই না মদ-নেশার লাইসেন্স” আন্দোলনে যুব কংগ্রেস। মেদিনীপুর, ১০ জানুয়ারী : পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস সভাপতি মহ: সাইফুলের নেতৃত্বে একগুছ দাবী নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলো জেলা যুব কংগ্রেস। তার আগে বিশাল মিছিল শহর পরিক্রমা করে জেলাশাসকের অফিসের সামনে পথ সভাও করে। ডেপুটেশনের দাবীগুলি হল – জেলার সরকারি হাসপাতাল গুলির অবস্থা অত্যন্ত খারাপ। রোগীরা ঠিকমত পরিষেবা পাচ্ছেন না তার প্রতিকার চাই, জেলাতে সকল প্রকার মাদক দ্রব্যের বিপণন বন্ধ করতে হবে, মদের দোকানের জন্যে কোনো নতুন লাইসেন্স জেলায় দেওয়া যাবে না, জেলায় অবৈধ দেহব্যবসা, ডান্স বার এবং নারী পাচার বন্ধ করতে হবে, জেলার নদীগুলিতে অবৈধ বালি খনন বন্ধ করতে হবে, নন – বায়োডেগ্রেডেবিলের জিনিসের ব্যবহার, প্লাস্টিকের কাপ – প্লেট বন্ধ করতে হবে। অাজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি সুহাশিষ পণ্ডা, সাধারণ সম্পাদিকা পারমিতা ঘোষ ও অঞ্জলি দিগার সহ অন্যান্য যুব কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।

Ghatal News

Leave a Reply