আশার কথা শোনালেন প:মেদিনীপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক,  ১ অক্টোবর :  নিম্নচাপের জেরে অতি বর্ষণের ফলে ঘাটালের বিস্তীর্ণ এলাকা বন্যা প্লাবিত হয়েছে। মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
অনেকেই আশ্রয় নিয়েছেন ফুটপাতে এমনকি ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ট্রাকে।
একটাই এখন জলবন্দি মানুষের প্রশ্ন জল কখন স্থিতিশীল হবে।

আশার কথা শোনালেন পশ্চিম মেদিনীপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার সিং।
ঘাটালের বন্যা পরিস্থিতি আরো চার-পাঁচ ঘণ্টা পরেই স্থিতিশীল হওয়ার সম্ভাবনা , জানালেন পশ্চিম মেদিনীপুরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার সিং।
বাঁকা পয়েন্টে জল স্থিতিশীল গাদিঘাট পয়েন্টে প্রতি ঘন্টায় দুই থেকে তিন সেন্টিমিটার জল বাড়ছে।
গতবারের বন্যায় ঘাটালে বাংলোর সামনে বাঁধ ছাপিয়ে জল উঠেছিল এবারে তার সম্ভাবনা নেই বলে জানালেন দেবেন্দ্র কুমার সিং। রাত জেগে জেনারেটর চালিয়ে কাজ করছেন তারা।
কিছু ঘোগ থাকলেও তা দ্রুত সারিয়ে ফেলা হচ্ছে।
ব্যারেজ থেকে ছাড়া জল দাসপুরের কলমিজোর এবং কংসাবতী দিয়ে বের হয়ে যাচ্ছে।
নদীর পূর্বপাড়ে বাঁধ থেকে এখনো দুই ফুট নিচে জল আছে।
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানালেন চার-পাঁচ ঘণ্টা পর অর্থাৎ সকালের দিকে জল স্থিতিশীল হওয়ার সম্ভাবনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে তিনি বলেন।
আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে দেবেন্দ্র কুমার সিং জানালেন।

Ghatal News