বৃহস্পতিবারের রাত এবং শুক্রবার সকালের বৃষ্টিতে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে
জল জমে গেছে।
হাসপাতাল চত্বর জলে জলময়।
নোংরা এবং বর্জ্য পদার্থ যুক্ত জল পেরিয়ে যাতায়াত করছেন রোগীর বাড়ির লোকজন থেকে রোগীর বাড়ির লোকজন থেকে হাসপাতালে আসা মানুষজন।
নার্স এবং হাসপাতালের কর্মীরাও ওই জল পেরিয়ে যাতায়াত করছেন।
নিকাশি ব্যবস্থা না থাকার জন্য প্রতিবছরই বৃষ্টিতে জল জমে যায় হাসপাতালে চত্বরে।
পৌরসভা এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি না রক্ষা করাটাই এখানে নিয়ম।
নোংরা জমা জল পেরিয়ে যাতায়াতের জন্য ক্ষুব্ধ মানুষজন। জমা জল বের করে দেয়ার জন্য কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষর কিংবা পৌরসভার।
মানুষজন এই সমস্যার সুরাহা চাইছেন।বৃৃষ্টির
Ghatal News