ভিভিপ্যাট কি জেনে নিন। ভোট দেওয়ার সময় লাগবে।

আমার ঘাটাল

ভিভিপ্যাট- এর ডেমো দেখানো হল ঘাটাল এসডিও অফিসে ঃ-
ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল (vvpat) মেশিনের ডেমো দেখানো হলো ঘাটাল এসডিও অফিসে। এতদিন ভোটারদের ভোট দেওয়ার জন্য ২ টি মেশিন ব্যবহার করা হচ্ছিল,এখন আরও ১টি যোগ করা হল। নতুন যে মেশিনটি যোগ করা হলো তার নাম ভিভিপ্যাট। এই মেশিনটির সাহায্যে ভোটাররা কিসে ভোট দিচ্ছেন সেটা দেখতে পাবেন। আগে যে ভোট প্রক্রিয়া ছিলো তার একটি মেশিনে প্রিসাইডিং অফিসাররা সুইচ দিয়ে চালু করার পর ভোটাররা ভোটিং সুইচ দিলে শুধুমাত্র শব্দ শুনতে পেতেন তাহলেই মনে করা হতো ভোট পড়েছে। এখন এই নতুন মেশিনে ভোটাররা নিজের চোখে দেখতে পাবেন কোন সিম্বলে তারা ভোট দিয়েছেন। এই মেশিনে একটি কাচের ভিতর কাগজ দেখা যাবে সেই কাগজে দেখা যাবে ভোটাররা কোন সিম্বলে ভোট দিয়েছেন। এটি দেখার সময় সাত সেকেন্ড মানে ভোটিং সুইচ টিপে দেওয়ার পর সাত সেকেন্ড পর্যন্ত তারা দেখতে পাবেন ভোট কিসে দেওয়া হয়েছে। আগের থেকে উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।ঘাটাল মহকুমাশাসক পিনাকী রঞ্জন প্রধান নিজেও এই প্রযুক্তি দেখানোর সময় ছিলেন।

Ghatal News

Leave a Reply