ভোটের প্রচারে এসে দাসপুরে চায়ে চুমুক ভারতীর

আমার ঘাটাল রাজনীতি

আজ থেকেই প্রচার শুরু করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ সন্ধ্যা নাগাদ দাসপুর বেলতলা বাসস্ট্যান্ডে আসেন।সেখানে সব দোকানদারদের কাছে যান এবং পরিচয় জানান তিনি ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী।সেখানে একটি চায়ের দোকানে গেলে দোকানদার শিশির কাপাস তাকে চা পান করতে বলেন।তিনি চা পান করেন এবং চা পান করানোর জন্য দোকানদারকে ধন্যবাদ জানান।তারপর সেখান থেকে তিনি হরেকৃষ্ণপুর যান।সেখানে উনাকে দেখার জন্য আগে থেকে ভিড় ছিল।ওখানেও তিনি সাধারন মানুষের সাথে পরিচয় করেন।তার চলে যান চাঁইপাট এলাকায়। যেখানে চন্দন মাঝির বাড়ি।সেই চন্দন মাঝি যিনি সোনা চুরির মামলা করেছিলেন।কিন্তু ওখানেও মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।প্রাক্তন পুলিস সুপারের সাথে সেলফি তোলার হিড়িকও কম ছিল না।তিনি সবাইকে আশ্বাস দেন ভোটে জিতলে ঘাটাল মাস্টারপ্ল্যান তিনি সংসদে বসে থেকে বের করে আনবেন এবং ঘাটালবাসীকে উপহার দেবেন।দেবের সমালোচনা করেও বলেন ঘাটালের মানুষের সুবিধা অসুবিধা জানতে হলে তাদের কাছে আসতে হয়।তিনি পাঁচ বছরে পাঁচ বারও ঘাটাল আসেননি।ঘাটালে বন্যার সময়ও তাকে এক দিন দেখা গেছিল তাও তিনি বন্যার জলে পা ভেজাননি।আরও বলেন আমি যদি জঙ্গলমহলের উন্নয়ন করতে পারলে ঘাটালের কেন করতে পারব না।ঘাটালের উন্নয়নের জন্য আমি সর্বদা প্রস্তুত থাকবো।জেতার ব্যাপারে তিনি ১৫০% আশাবাদী।

Ghatal News

Leave a Reply