Site icon Ghatal News

পঞ্চায়েত ভোটে রাজ্য সরকারের উন্নয়নই জেতাবে তৃণমূল কংগ্রেসকে

ঘাটাল পশ্চিম মেদিনীপুরঃ
পঞ্চায়েত নির্বাচনে যারা দলের প্রার্থী হতে না পেরে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ বলে পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।।

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ঘাটাল ব্লকের হরিদাসপুর ৯ নম্বর অঞ্চলে পরিবহনমন্ত্রী নির্বাচনী জনসভা করেন এবং বাড়ি বাড়ি প্রচার করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের একমাত্র দল রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ক্ষমতায় এসেছে, তাই এই দলের হয়ে প্রার্থী হতে অনেকেই চাইছেন। কিন্তু কেউ যদি দলের শৃঙ্খলা না মানেন তাহলে দলে তার জায়গা নেই।
মানুষের অভাব অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমরা বেশিরভাগ পরিষেবা মানুষকে দিতে পেরেছি।
কিছু পরিষেবা হয়তো বাকি আছে সেগুলো তৃণমূল কংগ্রেস দেবে।
জাতির জনক মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্পর্কে জনসভায় বলেন।
বামফ্রন্ট সরকার ক্ষমতা র বিকেন্দ্রীকরণ করে নি বলে মন্ত্রী বলেন।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে গ্রামের রাস্তাঘাট, বিদ্যুৎ, জল অর্থাৎ গ্রামের পরিকাঠামোর উন্নতি হয়েছে বলে তিনি বলেন।

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন বেশিরভাগ মানুষ পরিষেবা পেয়েছেন যা বামফ্রন্টের আমলে মানুষ পাননি।
নির্বাচনী সভায় ছিলেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি, ঘাটাল সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর, আই এন টি টি ইউ সি নেতা সুশান্ত মন্ডল সহ পঞ্চায়েত নির্বাচনের ওই এলাকার প্রার্থীরা।

Ghatal News
Exit mobile version