Site icon Ghatal News

বাংলার মাটিতে কোনোদিনও বিভেদকামী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি : মানস ভূঁইঞা

যিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে জনগনের কাছে থাকা নোট বাতিল করেন এবারের লোকসভা ভোটে তাঁর ভোট বাতিলের কথা বললেন মানস ভুইঁয়া | সোমবার শালবনির বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের ১৫ টি গ্রামে এদিন ভোটের প্রচার চালান মেদিনীপুর লোকসভার এই তৃণমূল প্রার্থী | সঙ্গে ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ , জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা | গ্রামে মানসের প্রচার গাড়ি ঢুকতেই তাপদাহ উপেক্ষা করেই গ্রামের মহিলারা ছুটে আসনে | শাঁখ বাজিয়ে তাঁকে স্বাগত জানান | অনেকে ফুল ছড়ান | অনেকে প্রার্থীর গলায় মালা পরিয়ে দেন | ভোটারদের উৎসাহ দেখে আবেগে ভাসেন মানস | একসময় বাঁকিবাঁধ মাওবাদী উপদ্রুত এলাকা ছিল | মানুষের জীবন জীবিকা দুর্বিসহ হয়ে উঠেছিল | ২০১২ সালে সরকার মাওবাদীদের হঠিয়ে শান্তি ফিরিয়ে আনে গ্রামে | কৃষিজীবী মানুষের জীবনে ছন্দ ফিরে আসে |
মানসকে বলতে শোনা যায় , ‘ নোটবন্দির কুফল ভোগ করতে হয়েছে এসব প্রতন্ত্য গ্রামের মানুষজনকে | সেই ক্ষত তাঁরা ভুলতে পারেননি | এবার তাঁরা ভোটের মাধ্যমে এর জবাব দেবেন | নোট বাতিল করা মোদী বাবুর ভোট বাতিল করবেন তাঁরা | ‘
ধর্ম ভিত্তিক, রাজনীতি মানুষ গ্রহণ করছেন না | তবু একে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি বলে জানান মানস ভুইঁয়া | চতুর্থ দফার ভোটের পর বিজেপি বুঝে গেছে তারা আর ক্ষমতায় ফিরছেন না একথা জানিয়ে মানস বলেন , ‘ সব রাজ্য মুখ ফিরিয়ে নিয়েছে | এবার তাই বাংলার দিকে নজর পড়ছে বিজেপির | তাই বাংলায় সভা করতে বারবার ছুটে আসছেন মোদী | যতই আসুন তাঁকে শূন্য হাতেই ফিরতে হবে | ‘
বাংলার মাটিতে কোনোদিনও বিভেদকামী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি | আগামী দিনেও যে পারবে না সে বিষয়ে নিশ্চিত হয়ে মানস বলেন , ‘ এখানে ৪২ এ ৪২ হবে | বাঙালি প্রধানমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি | ‘

Ghatal News
Exit mobile version