দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিষ ছাড়ানো বিজেপি এই ভোটেই বিদায় নেবে : সুব্রত বক্সী

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিষ ছাড়ানো বিজেপি এই ভোটেই বিদায় নেবে | এপর্যন্ত যে ক দফায় ভোট হয়েছে এতে দেশের মানুষ তাঁদের রায় জানিয়ে দিয়েছেন | বাকি গুলিতেও তাদের পরাজয় নিশ্চিত তা জেনে গেছেন বিজেপি নেতারা | রবিবার সন্ধ্যায় মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া শালবনির ভাদুতলায় দলের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ মানস ভূইঁয়ার সমর্থনে সভা করে এই বার্তা দেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি |
তাঁকে বলতে শোনা যায় , ‘ এবারের লোকসভা ভোটে একদিকে সাম্প্রদায়িক শক্তির বিনাশ ঘটবে | একদিকে যিনি মানুষকে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে ৫ বছর আগে ভোট নিয়ে তাঁদের দুদর্শা আর দুর্দিনে ঠেলে দিয়েছেন তিনি বিদায় নেবেন | ‘
৪২ ডিগ্রি তাপমাত্রার জন্য দুপরের সভা বাতিল করে বিকেল সাড়ে পাঁচটায় শুরু করা হয় | আগাগোড়া সভা ছিল ভিড়ে ঠাসা |
বাংলার কৃষ্টি , সংস্কৃতি , সাম্প্রদায়িক সংহতি কে ভাঙতে চাইছে বিজেপি এই অভিযোগ করে বলেন , ‘ একটা বিভেদকামী রাজনৈতিক দল যারা সবসময় মানুষে মানুষে বিভেদ করতে চায় , তাঁদের হাতে দেশের ঐক্য , সংহতি , অখন্ডতা , ধর্মনিরপেক্ষতা কোনো কিছুই সুরক্ষিত নয় | ‘
ধর্মের জিগির তুলে আর মিথ্যে কথা বলে ভোটারদের বিভ্রান্ত করে বিজেপি নেতারা ভোট চাইছেন বলে তিনি জানান |
মমতা ব্যানার্জি দেশের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী যিনি কন্যাশ্রী , শিক্ষাশ্রী , সবুজসাথী , ২ টাকা কেজি চাল , গৃহহীনদের মাথার ওপর ছাদ , লোকশিল্পীদের ভাতা , সহ ৪৭ টি প্রকল্প চালু করেছেন বলে এর ব্যাখ্যা করে তাঁকে বলতে শোনা যায় , ‘ এলাকার বিজেপির কর্মী সমর্থকদের জিজ্ঞেস করুন বিজেপি কি দিয়েছে ? নোট বন্দির ক্ষত ? জিএসটির যন্ত্রনা , আচ্ছে দিনের দুঃস্বপ্ন , দেশজুড়ে অস্তিরতা , বিভেদ ? ‘
এদিনের সুব্রত বক্সির সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র , তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি , বিধায়ক প্রদ্যোত ঘোষ , দীনেন রায় , মৃগেন মাইতি , তৃণমূল নেতা শঙ্কর মাঝি , স্নেহাশীষ ভৌমিক |

Ghatal News

Leave a Reply